ফিরে দেখা ২০২১: ‘রাধে’ থেকে ‘বান্টি অউর বাবলি ২’, সাড়া জাগাতে পারেনি যেসব বলি-চলচ্চিত্র
প্রতিবছরই কিছু সিনেমা বক্স অফিস মাতালেও সমালোচকদের মন জিততে ব্যর্থ হয়। আবার কিছু ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ার পাশাপাশি দর্শক, সমালোচকদের মাথাব্যথার কারণও হয়ে দাঁড়ায়! রইল ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত বলিউডের এমন কিছু ছবির তালিকা-
তালিকায় প্রথমেই আসবে সালমান খান অভিনীত ছবি 'রাধে: ইওর মোস্ট ওয়ান্টেড ভাই' এর নাম। চলতি বছর ঈদ উপলক্ষে মুক্তি পাওয়া এই ছবি ঘিরে দারুণ প্রত্যাশা ছিল ভারতের প্রযোজক থেকে শুরু করে দর্শকদের। কিন্তু সব আশা পূরণেই ব্যর্থ হয়েছে সালমান খান-দিশা পাটানি জুটির এই ছবি। সমালোচকদের মতে, অকারণ অ্যাকশন, মাথামুণ্ডুহীন গল্পের প্লট আর অসামঞ্জস্য কাস্টিং- প্রভু দেবা পরিচালিত এই ছবির ভরাডুবির কারণ।
২০০৩ সালে মুক্তি পাওয়া সুপারহিট ছবি 'হাঙ্গামা'র সিক্যুয়েল মুক্তি পেয়েছে চলতি বছর। পরিচালক এক থাকলেও কাস্টিংয়ে বিরাট পরিবর্তন আনা হয়েছিল। এই ছবির মাধ্যমে বড়পর্দায় কামব্যাক করেন শিল্পা শেঠি। পাশাপাশি পরেশ রাওয়াল, জনি লিভার, রাজপাল যাদবদের মতো দাপুটে সব কমেডিয়ান থাকা সত্ত্বেও দর্শকদের মনে ঠাঁই হয়নি এই ছবির।
'স্ত্রী' হিট করার পরপরই হরর-কমেডি জনরাঁর ছবির দিকে ঝুঁকেছে বলিউড। সেই সুবাদেই তৈরি হয়েছিল 'রুহি'। রাজকুমার রাও, জাহ্নবী কাপুর, বরুণ শর্মা ছিলেন মুখ্য ভূমিকায়। 'স্ত্রী' ছবিতে দর্শকদের মন জয় করতে পারলেও এই ছবিতে ডাহা ফেইল রাজকুমার। গল্পের প্লটকেও 'আজগুবি'র তকমা সাঁটিয়েছে অসংখ্য নেটিজেন।
অস্কারজয়ী অভিনেত্রী এমিলি ব্লান্টের বিখ্যাত ছবি 'দ্য গার্ল অন দ্য ট্রেন' এর হিন্দি রিমেকে চলতি বছরেই মুখ দেখান পরিণীতি চোপড়া। তবে দারুণ ঢাকঢোল পেটানো সত্ত্বেও কোনও ম্যাজিক দেখতে পারেনি নেটফ্লিক্সে মুক্তি পাওয়া এই ছবি।
জি ফাইভ ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছিল রোম্যান্টিক থ্রিলার 'ওয়ান লাহোর কনফিডেনসিয়াল'। ছবিতে রিচা চাড্ডা, অরুণোদয় সিং, কারিশমা তান্নাদের দেখা যায় গুরুত্বপূর্ণ সব চরিত্রে। তবে স্পাই থ্রিলার হিসেবে এই ছবিকে একেবারেই গ্রহণ করেনি দর্শক বা সমালোচক কোনও পক্ষই। সমালোচকরা জানিয়েছিলেন, দুর্বল চিত্রনাট্য এবং ততোধিক বাজে পারফর্মেন্সই ছবির মুখ থুবড়ে পড়ার অন্যতম কারণ।
লোকে বলে, বলিউডের বাজারে স্পোর্টস বায়োপিক দারুণ চলে। অনেকাংশেই তা সত্যিও। তবে ভারতের জনপ্রিয় ব্যাডমিন্টন তারকা খেলোয়াড় সাইনা নেহওয়ালের বায়োপিক যে এই তালিকায় ঢুকতে পুরোপুরি ব্যর্থ হয়েছে সেকথাও ভীষণভাবে সত্যি। পরিণীতি চোপড়া অভিনীত এই ছবিকে সমালোচকরা সামান্য নম্বর দিলেও দর্শকের দল একেবারেই গ্রহণ করেনি।
বলিউডের বাজারে ক্রাইম-থ্রিলারের বাজার প্রায় সবসময়ই তুঙ্গে। তবে 'কোই জানে না'র ক্ষেত্রে একথা খাটবে না। অত্যাধিক জটিল প্লট ও ততোধিক দুর্বল অভিনয়ের কারণে চলেনি এই ছবি। আমির খান-নোরা ফাতেহির আইটেম নম্বরও কুনাল কাপুর-আমাইরা দস্তুর অভিনীত এই ছবিকে ভরাডুবি থেকে বাঁচাতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।
'বান্টি অউর বাবলি ২' ছবির ঘোষণা শুনেই নড়েচড়ে বসেছিল দর্শক। তবে ছবিতে রানি মুখার্জীর বিপরীতে অভিষেক বচ্চনের বদলে সাইফ আলি খানকে দেখে দারুণ হতাশ হয় দর্শক। তার উপর ছবির জগাখিচুড়ি গল্প এবং শর্বরী ওয়াঘ, সিদ্ধান্ত চতুর্বেদীর অভিনয় ছবির গতির লয় কমিয়েছে নিঃসন্দেহে।