বিপদে আগাম সংকেত দেয় সালমানের এই বিখ্যাত ব্রেসলেট!
সালমান খানকে চেনেন এবং তার নীল পাথরের ব্রেসলেটের সাথে পরিচিত নন, এমন মানুষ পাওয়াই যাবে না। বলতে গেলে 'ভাইজান'-এর ফ্যাশন স্টেটমেন্টই হয়ে দাঁড়িয়েছে এই ব্রেসলেট। বলিউডের শীর্ষ তারকাকে অনুসরণ করে দেশ-বিদেশের বহু তরুণও নিজের হাতে জড়িয়েছেন একই রকমের রেপ্লিকা ব্রেসলেট। কিন্তু সালমান কেন তার এই ব্রেসলেট কখনোই হাতছাড়া করেন না? অবশেষে এই গোপন রহস্যের সমাধান দিয়েছেন 'এক থা টাইগার' অভিনেতা নিজেই!
একটি থ্রোব্যাক ভিডিওতে সালমানকে তার ব্রেসলেট নিয়ে কথা বলতে শোনা গেছে। অভিনেতা জানিয়েছেন, "আমার বাবা এটা সবসময় পরত। বড় হয়ে ওঠার পর বাবার হাতে দেখে এটা দেখে খুব কুল লাগত। ছোটরা যেমন বড়দের জিনিস নিয়ে খেলা করে আমিও করতাম সেই ব্রেসলেটটা নিয়ে। তারপর যখন অভিনয়ে পা রাখি, বাবা আমাকে ঠিক ওরকম একটা ব্রেসলেট উপহার হিসেবে দেয়। এটায় যে পাথর বসানো সেটাকে বলে ফিরোজা।"
ব্রেসলেটে বসানো ফিরোজা পাথরটিকে 'লিভিং স্টোন' হিসেবে উল্লেখ করে সালমান জানিয়েছিলেন, 'এই ব্রেসলেটের বিশেষত্ব হলো, যখনই কোনো নেতিবাচক জিনিস আমার দিকে আসে তখন আগেভাগেই এটি তা নিয়ে নেয়। তখন এর গায়ে সূক্ষ্ম সূক্ষ্ম দাগ আসে এবং ফাটল ধরে। এটা আমার সাত নম্বর পাথর।'
গেল ডিসেম্বরে নিজের ৫৬তম জন্মদিন পালন করেছেন সালমান খান। কিন্তু জন্মদিনের ঠিক আগেই পানভেলের খামারবাড়িতে সাপের ছোপল খেয়েছেন অভিনেতা। এ প্রসঙ্গে গণমাধ্যমকে সালমান বলেন, "আমাকে সাপে কামড়েছে শুনে বাবার প্রথম প্রশ্ন ছিল, সাপটা ঠিক আছে তো? ওটা বেঁচে আছে তো? আমি উত্তর দিয়েছিলাম, সাপ আর টাইগার দুজনের ভালো আছে। তিনি জানতে চেয়েছিলেন আমরা সাপটাকে কোনো আঘাত করেছি কিনা। তখন জানালাম যে সাপটাকে আমরা যত্নের সাথেই জঙ্গলে ছেড়ে এসেছি।"
সূত্র: হিন্দুস্তান টাইমস