‘পুতুলনাচের ইতিকথা’য় কুসুমের চরিত্রে জয়া আহসান
মানিক বন্দোপাধ্যায়ের 'পুতুলনাচের ইতিকথা' নিয়ে ছবি নির্মাণ করতে চলেছেন ভারতীয় পরিচালক সুমন বন্দোপাধ্যায়। এ ছবিতে 'কুসুম' চরিত্রে অভিনয় করতে চলেছেন অভিনেত্রী জয়া আহসান।
জয়ার পাশাপাশি 'শশী'র চরিত্রে দেখা যাবে আবীর চট্টোপাধ্যায়কে এবং 'কুমুদ' এর চরিত্রে দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায়কে। অন্য দুই গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন ধৃতিমান চট্টোপাধ্যায় এবং অনন্যা চট্টোপাধ্যায়।
২০০৮ সাল থেকেই এ ছবি নিয়ে আলোচনা হলেও উপন্যাসের স্বত্ব এবং বাজেট সংক্রান্ত জটিলতার কারণে তা সেসময় বাস্তবায়িত হয়নি। এত বছর পর অবশেষে ছবির কাজ শুরু করবেন তিনি।
সুমন বলেন, "এই ছবিটার জন্য দুটো জিনিস খুব জরুরি ছিল। দক্ষ অভিনেতা এবং বড় বাজেট। ভাল অভিনেতা নির্বাচনের পাশাপাশি ছবির বিপণনের দিকটাও মাথায় রাখতে হয় এখন। আবীর, জয়া, পরম সেই ব্যালান্সটা করতে পারবে।"
ছবিতে স্বাধীনতার পূর্ববর্তী সময়কে ফ্রেমবন্দি করবেন সুমন। তিরিশের দশকের শেষের দিক থেকে চল্লিশের দশকের শুরু পর্যন্ত, এ সময়ের গল্প তুলে ধরা হবে ছবিতে। তবে, তিনি চারিত্রিক রসায়নের উপরে বেশি জোর দিয়েছেন বলে জানান সুমন বন্দোপাধ্যায়।
'পুতুলনাচের ইতিকথা' ছবিতে শশীর অংশ বেশি গুরুত্ব পাচ্ছে বলে জানান তিনি। "গত শতাব্দীতে আমাদের একটা ইন্টেলেকচুয়াল ফেইলিয়ার আছে। এর ফলস্বরূপ আমরা এখন এই ভয়ঙ্কর ধর্মীয় উন্মাদনা, স্বৈরতন্ত্রের উত্থান দেখছি," যোগ করেন সুমন।
"শশীর চরিত্রটা এই ইন্টেলেকচুয়াল ফেইলিয়ারের একটা প্রতীক আমার কাছে। মানুষকে কিছু নির্মম সিদ্ধান্ত নিতে হয় জীবনে। অনেকে সেটা পারে না," যোগ করেন তিনি।
এ ছবির আবহসঙ্গীতের দায়িত্বে থাকছেন প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায়।
সূত্র: আনন্দবাজার পত্রিকা