এতটা অবক্ষয় হয়েছে যে প্রার্থনাকেও আমরা থুথু বলে ভুল করছি: শাহরুখের পাশে উর্মিলা
কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকরের শেষযাত্রায় সামিল হয়েছিলেন ভারতের রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে বলিউড তারকারা। নিজেদের মতো করে শিল্পীর প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন তারা।
শেষকৃত্য অনুষ্ঠানে ম্যানেজার পূজা দাদলানিকে নিয়ে সশরীরে উপস্থিত হয়েছিলেন শাহরুখ খান। সেদিনই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় লতার শেষকৃত্যে শাহরুখের দু'হাত তুলে দোয়া করার ছবি। ভক্তদের প্রশংসায় সিক্ত হন শাহরুখ।
কিন্তু সেই একইদিন শাহরুখের আরেকটি ভিডিও প্রকাশ পেতেই শুরু হয়ে যায় বিতর্কের ঝড়।
অভিযোগ ওঠে, লতা মঙ্গেশকরের মরদেহের সামনে নাকি 'থুথু' ছিটিয়েছেন শাহরুখ খান! বিতর্কের সূত্রপাত এক বিজেপি নেতার টুইট ঘিরে। যিনি প্রকাশ্যেই প্রশ্ন তোলেন, 'প্রার্থনার নামে কি প্রয়াত শিল্পীর মরদেহের উপর থুথু ছিটালেন শাহরুখ?'
সে বিতর্কে শাহরুখের পাশে দাঁড়িয়েছেন অভিনেত্রী-রাজনীতিবিদ উর্মিলা মাটোন্ডকর।
গত রোববার (৬ ফেব্রুয়ারি) না ফেরার দেশে পাড়ি জমান ভারতের নাইটিঙ্গেল খ্যাত লতা মঙ্গেশকর। সেদিন মুম্বাইয়ের শিবাজী পার্কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় লতা মঙ্গেশকরের শেষকৃত্য সম্পন্ন হয়। লতার মরদেহের সামনে উপস্থিত হয়ে ধর্মীয় রীতি মেনে 'দোয়া' করেন শাহরুখ।
প্রার্থনার অংশ হিসেবে মাস্ক নামিয়ে ফুঁ দেন বলিউডের বাদশা। সেটিকেই কেউ কেউ 'থুথু' বলে ভুল করায় বিতর্কের সূত্রপাত।
হরিয়ানার রাজ্য বিজেপির নেতা অরুণ যাদব নিজের ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্ট থেকে শাহরুখের উদ্দেশ্যে এমন প্রশ্নবাণ ছোঁড়েন। সন্দেহ প্রকাশ করেন শাহরুখ থুথু ছিটিয়েছেন কিনা! এরপর বিদ্যুৎ গতিতে ছড়িয়ে পড়ে সেই মুহূর্তের ভিডিও।
মুসলিম ধর্মীয় রীতিতে, দোয়া করার পরে ফুঁ দেওয়ার প্রচলন রয়েছে। ধর্মীয় বিধান মেনে লতার মৃতদেহের পাশে সেটিই করেন শাহরুখ।
এটি মনে করিয়ে তাই কিং খানের পাশে দাঁড়িয়েছেন উর্মিলা। বলেছেন, "আমাদের সমাজের এতখানি অবক্ষয় হয়েছে যে আজকাল প্রার্থনাকেও আমরা থুথু বলে ভুল করছি! আর এমন অভিযোগ যাকে নিয়ে উঠছে, সেই মানুষটা এতগুলো আন্তর্জাতিক মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করেছেন! রাজনীতি এত নীচে নেমেছে দেখে দুঃখ হয়।"