প্রথমবারের মতো এড শিরানের গানে কন্ঠ দিবেন টেইলর সুইফট!
খুব শিগগির ভক্তদের জন্য নতুন গান নিয়ে হাজির হবেন সময়ের অন্যতম জনপ্রিয় গায়ক-গায়িকা এড শিরান ও টেইলর সুইফট। তবে এবারের প্রজেক্টটা বেশ হইচই ফেলে দিতে পারে বলেই ধারণা করছে বিনোদন দুনিয়া!
মঙ্গলবার বিআরআইটি অ্যাওয়ার্ডের লালগালিচায় এসেই সুইফটের সাথে নতুন একক গানের কথা ঘোষণা করেন এড শিরান।
গেল বুধবার সকালে 'ব্যাড হ্যাবিট' গায়ক এক টুইট বার্তায় জানান, ভক্তরা 'দ্য জোকার অ্যান্ড দ্য কুইন' এর একটি রিমিক্স সংস্করণও শুনতে পাবেন।
শিরান-সুইফট জুটির একসঙ্গে কাজ এবারই প্রথম নয়। বিগত বছরগুলোতে সুইফটের তিনটি গানে সহ-শিল্পী হিসেবে ছিলেন এড শিরান। কিন্তু এবারই প্রথম শিরানের গানে যুক্ত হবেন টেইলর সুইফট।
'দ্য জোকার অ্যান্ড দ্য কুইন' শিরানের চতুর্থ স্টুডিও অ্যালবামের চতুর্থ একক। ধারণা করা হচ্ছে, দুজনের রসায়ন একটি হিট গানেরই জন্ম দিবে!