নিভলো সন্ধ্যা-প্রদীপ: চলে গেলেন বাংলা গানের স্বর্ণযুগের আরেক তারকা
মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) কলকাতার অ্যাপোলো হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভারতীয় বাংলার গুণী সঙ্গীতশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। আধুনিক বাংলা গানের শ্রেষ্ঠ কণ্ঠশিল্পীদের মধ্যে হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, শ্যামল মিত্র, মানবেন্দ্র মুখোপাধ্যায়রা একে একে চলে গিয়েছেন আগেই। এবার নিভলো সন্ধ্যা-প্রদীপও।
গত ২৬ জানুয়ারি সন্ধ্যায় অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর দিন তাকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতাল সূত্রে জানা যায়, ফুসফুসে সংক্রমণ হয়েছিল তার। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সন্ধ্যা মুখোপাধ্যায় শাস্ত্রীয় ও আধুনিক বাংলা গানে পারদর্শী ছিলেন।
তিনি ১৭টি হিন্দি ছবিতে প্লেব্যাক করেছেন।
জানুয়ারিতে তিনি ভারতের অন্যতম সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মশ্রীতে ভূষিত হন।
তবে, কেন্দ্রীয় সরকার ফোনে তার সাথে যোগাযোগ করার পরে তিনি পুরস্কার গ্রহণ করতে অস্বীকৃতি জানান বলে জানা যায়।
২০১১ সালে ভারতীয় বাংলার সর্বোচ্চ বেসামরিক পুরস্কার 'বঙ্গ বিভূষণ' এ ভূষিত হন সন্ধ্যা মুখোপাধ্যায়। এর আগে ১৯৭০ সালে শ্রেষ্ঠ নারী প্লেব্যাক গায়ক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি।
তিনি তার সঙ্গীতের মাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধেও অবদান রাখেন। ১৯৭১ সালে শরণার্থী শিবিরে বসবাসরত বাংলাদেশীদের জন্য অনুদান সংগ্রহ করেছিলেন।
যুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের জন্য দেশাত্মবোধক গান রেকর্ড করেন সন্ধ্যা।
বাংলাদেশের স্বাধীনতার পর ১৯৭২ এর ২১ ফেব্রুয়ারিতে ঢাকার পল্টন ময়দানে গান পরিবেশন করেন সন্ধ্যা মুখোপাধ্যায়।
শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
সন্ধ্যা মুখোপাধ্যায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, "উপমহাদেশের সঙ্গীতে মুগ্ধতা ছড়ানোর পাশাপাশি মুক্তিযুদ্ধে সন্ধ্যা মুখার্জির অবদান স্মরণ করা হবে।"