ছেলেবেলায় রণবীরকে দেখেই সিদ্ধান্ত নিয়েছিলাম, একদিন ওকে বিয়ে করব: আলিয়া
প্রথম দেখাতেই প্রেমের কথা তো আমরা সবাই জানি, তবে প্রথমবার সিনেমার পর্দায় কাউকে দেখে প্রেমে পড়া যায়, আর সেই প্রেম পূর্ণতাও পায়- এমন উদাহরণ হাতে গোনা।
বলিউড জুটি রণবীর-আলিয়ার বিয়ে নিয়ে সংবাদমাধ্যমে চর্চার শেষ নেই। সম্প্রতি আলিয়া ফাঁস করেছেন রণবীরকে প্রথমবার পর্দায় দেখেই প্রেমে পড়ে গিয়েছিলেন তিনি। ২০১৭ সাল থেকে সম্পর্কে রয়েছেন দু'জনে। তবে ২০০৭ সালে 'সাওয়ারিয়া' দেখেই সদ্য কৈশোরে পা দেওয়া আলিয়া ঠিক করে ফেলেছিলেন তিনি রণবীরকেই বিয়ে করবেন!
সম্প্রতি এক সাক্ষাতকারে আলিয়া নিজের ব্যক্তিগত জীবন নিয়ে অকপটে মুখ খুলেছেন। নায়িকার কথায়, ব্যক্তিগত জীবনে তিনি খুব সুখী, তার প্রেম-জীবনে শান্তি বিরাজমান।
ইন্ডিয়া টুডেকে আলিয়া জানিয়েছেন, 'আমাকে সকলে একটাই প্রশ্ন জিজ্ঞাসা করতে থাকেন, তুমি কবে বিয়ে করছো? কবে রণবীরের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসছো? প্রথমত, এটা নিয়ে কারোরই মাথাব্যাথা হওয়া উচিত নয়। দ্বিতীয়ত, যদি সত্যি আমাকে আপনি জিজ্ঞাসা করেন তাহলে বলব আমি নিজের সম্পর্ক নিয়ে খুব শান্তিতে আছি। তাই এই বিষয়টা দয়া করে ছেড়ে দিন, যখন হওয়ার (বিয়ে) তখন তো সেটা ঘটবেই। সেটা ঘটবে আমার আর তার (রণবীর) ইচ্ছা অনুসারে। সেটার নিজস্ব সময় রয়েছে'।
এখানেই থেমে থাকেন নি আলিয়া। তিনি যোগ করেন, 'যখন আমি ওকে পর্দায় প্রথমবার দেখেছিলাম, তখনই ঠিক করে ফেলেছিলাম আমি ওকেই বিয়ে করব। তখন আমি একটা মিষ্টি বাচ্চা মেয়ে ছিলাম। কিন্তু এটা একদম সত্যি কথা। আপনার সম্পর্কের মধ্যে স্থিরতা আছে, সেই শান্তিটা আপনার মনে আছে'।
রণবীর-আলিয়াকে প্রথমবার পর্দায় দেখা যাবে অয়ন মুখোপাধ্যায়ের 'ব্রহ্মাস্ত্র' ছবিতে। আগামী ৯ই সেপ্টেম্বর মুক্তি পাবে এই ছবি। অন্যদিকে আপাতত 'গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি'র প্রচারে ব্যস্ত আলিয়া। আগামীকাল (শুক্রবার) মুক্তির কথা রয়েছে এই ছবির।