প্রচারের জন্য নিশাকে দত্তক নিয়েছেন! ট্রলের জবাব দিলেন সানি
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2022/03/06/zmmv8g8mnaydlj8c_1594899967.jpeg)
দত্তক নেওয়া মেয়ের যত্ন নেন না সানি লিওন- অভিনেত্রীর ওপর এই অভিযোগ আগেও উঠেছে। সানি ও তার স্বামী ড্যানিয়েল ওয়েবার নিশাকে দত্তক নেন ২০১৭ সালে। ওই বছরই সারোগেসির মাধ্যমে দুই ছেলে নোয়া আর আশেরের জন্ম দেন এই তারকা জুটি। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ট্রল শুরু হয়, অভিযোগ ওঠে 'প্রচারের জন্য' মেয়ে নিশাকে দত্তক নিয়েছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে এস্ব ট্রলের জবাব দিয়েছেন সানি।
জানুয়ারিতে একটি পাপারাজ্জি অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও শেয়ার করা হয়। যেখানে দেখা গিয়েছিল নিজের তিন সন্তানকে নিয়ে সিঁড়ি দিয়ে নামছেন সানি। তিনি যেখানে নোয়া আর আশেরের হাত ধরে রয়েছেন, সেখানে একাই নামছে নিশা। এই ভিডিওর কমেন্ট সেকশনে একটা বড় অংশ সমালোচনা করতে শুরু করে সানির।
সে প্রসঙ্গে সম্প্রতি এক সাক্ষাৎকারে সানি বলেন, 'যে এই মন্তব্যটা করেছে সে কিন্তু আমার রোজকার জীবনের অংশ নয়। একটা ছবি কখনও আমার অভিভাবকত্ব নিয়ে প্রশ্ন তুলতে পারে না বা আমিও একটা ছবির জন্য সবাইকে জবাব দিতে বাধ্য় নই। কেমন হয় যদি তুমি অন্তত পাঁচ মিনিট আমার জুতোয় পা গলিয়ে দেখো, আর তারপর বসে আমায় বিচার করো- আমার বাচ্চাদের বড় করা নিয়ে, ওদের ভালোবাসা নিয়ে বা কোন সন্তানকে বেশি ভালোবাসি তা নিয়ে।'
সানি আরও বলেন, 'যাদের সন্তান আছে তারাই শুধু জানেন একটা শিশু, বিশেষ করে একের বেশি শিশুকে বড় করা কতটা কষ্টের। তাই যারা কমেন্ট করছেন, তাদের বলব একটু বড় হন। এর বেশি আমার আর কিছু বলার নেই।'
এর আগেই সানিকে নিয়ে করা ট্রল নিয়ে মুখ খুলেছিলেন ড্যানিয়েল। জানিয়েছিলেন, 'নিশা আমাদের বাড়ির রাজকুমারী। খারাপ লাগে মানুষ এরকম করে ভাবতে পারে!'