অভিষেক চট্টোপাধ্যায়ের প্রয়াণ
বুধবার (২৩ মার্চ) রাতে মৃত্যুবরণ করেছেন পশ্চিম বাংলার জনপ্রিয় অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর।
জানা গেছে, বুধবার শুটিং করতে গিয়েছিলেন তিনি, সেখান থেকে বাড়ি ফিরেই হয়ে পড়েন অসুস্থ। বারবার বমি করতে থাকেন তিনি। পরিস্থিতির অবনতি হলেও হাসপাতালে যেতে চাননি। এরপর রাত ১টা নাগাদ বাড়িতেই মৃত্যু ঘটে এই অভিনেতার।
উল্লেখ্য, কয়েকদিন আগেই অভিনেতার জন্মদিন ছিল। ১৯৬৪ সালের ৩ এপ্রিলে বরাহনগরে জন্মগ্রহণ করেন অভিষেক চট্টোপাধ্যায়। ৫৭তম জন্মদিনের মাত্র তিন সপ্তাহ পরই ওপারে পাড়ি দিলেন তিনি।
বুধবার একটি চ্যানেলের রিয়েলিটি শো-এর শুটিং থেকে ফিরেই অসুস্থ হয়ে পড়েন তিনি।
অভিনেতার অকাল প্রয়াণে শোকস্তব্ধ টলিউড। এককালে বাংলা সিনেমায় কাজ করা অভিষেক বিগত কয়েক বছর ধরে বাংলা সিরিয়ালের জনপ্রিয় মুখ হয়ে উঠেছিলেন।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিনেমা ও সিরিয়ালের দর্শকদের জন্য় এ এক বড় ক্ষতি, বলেছেন তিনি।
টুইট করেছেন পরিচালক-প্রযোজক রাজ চক্রবর্তীও। টুইটারে লিখেছেন, "আমরা আবার হারালাম একজন ভালো মানুষ ও ভালো অভিনেতাকে।"
১৯৮৬ সালে 'পথভোলা' সিনেমা দিয়ে পথচলা শুরু হয়েছিল অভিষেকের। ২০২১ সালেও তিনটি সিনেমাতে অভিনয় করেছিলেন তিনি।