প্রিয়াঙ্কা চোপড়াকে ‘দূর থেকে লুকিয়ে’ দেখতাম
কাঙ্গনা রানাওয়াতেরও এক সময় মোহ ছিল তারকাদের প্রতি। এবং তা বেশ ভালোভাবেই ছিল। সেকথা একবার নিজেই স্বীকার করেছিলেন বলিউডের এই 'কন্ট্রোভার্সি কুইন'। আর তার মোহ কোন তারকার প্রতি ছিল তাও জানিয়েছেন তিনি। প্রিয়াঙ্কা চোপড়া! প্রিয়াঙ্কার প্রতিই সবচেয়ে বেশি আকর্ষণ ছিল তার।
২০০৮ সালে মুক্তি পায় মধুর ভাণ্ডারকরের ফ্যাশন সিনেমা। এই ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন প্রিয়াঙ্কা এবং কাঙ্গনা। সেই সময়ে একজন সাবেক মিস ওয়ার্ল্ড হওয়ার পাশাপাশি বলিউডের অন্যতম তারকা-অভিনেত্রীর তালিকায় নিজের নাম লিখিয়ে নিয়েছিলেন প্রিয়াঙ্কা। অন্যদিকে, কাঙ্গনা ছিলেন তখন ইন্ডাস্ট্রিতে নতুন মুখ। এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে কাঙ্গনা নিজেই জানিয়েছিলেন, এই ছবির শ্যুটিং সেটে প্রিয়াঙ্কা হাজির হলে আর পাঁচজন সাধারণ দর্শকের তাকে সামনে থেকে দেখে যে হাল হতো, তারও ঠিক সেই অবস্থাই হতো। এমনকি সেটে লুকিয়ে, আড়চোখেও প্রিয়াঙ্কাকে দেখতেন তিনি।
কাঙ্গনার ভাষায়, "তখন আমার কতই বা বয়স, ১৯ কিংবা ২০। ছোটই বলা যায়। প্রিয়াঙ্কাকে নিজের চোখের সামনে দেখে এতো উত্তেজিত হয়ে পড়তাম যে কী বলব! বন্ধু বান্ধবদের বলতাম প্রিয়াঙ্কা কখন সেটে আসেন, কী করেন। প্রিয়াঙ্কা তখন ওই সিনেমায় নিজের চরিত্রের মতোই বলিউডের বিরাট এক তারকা। আর ওই ছবিতে আমি এক মডেলের ভূমিকায় ছিলাম। সেটের মধ্যেই দূর থেকে বাকি মডেল, অভিনেত্রীদের সঙ্গে রীতিমতো আড়চোখে লুকিয়ে লুকিয়ে প্রিয়াঙ্কাকে দেখতাম।"
ফ্যাশন সিনেমায় দুরন্ত পারফর্মেন্সের সুবাদে ওই বছরের সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছিলেন প্রিয়াঙ্কা। সেরা সহ-অভিনেত্রী হিসেবে জাতীয় পুরস্কারের মঞ্চে সেরা হয়েছিলেন কাঙ্গনাও। পরবর্তী সময়ে ২০১৩ সালে 'কৃষ ৩' ছবিতে ফের একবার স্ক্রিন শেয়ার করেছিলেন প্রিয়াঙ্কা-কাঙ্গনা। এরপর গত বছর ইন্সটাগ্রামে নিজের চিরাচরিত স্বভাবমতো প্রিয়াঙ্কার উদ্দেশ্যেও তোপ দাগতে ছাড়েননি কাঙ্গনা রানাওয়াত।
- সূত্র: হিন্দুস্তান টাইমস