এ মাসেই বিয়ে রণবীর-আলিয়ার!
এই তো দিনকয়েক আগেই মিডিয়াকে ভুল করেও বলতে চাননি রণবীর কাপুর তিনি কবে বিয়ে করছেন। এমনকি এও বলেছিলেন 'আমাকে কি পাগল কুকুরে কামড়েছে যে মি়ডিয়াকে বিয়ের দিন জানাব'! তবে শত চেষ্টাতেও লুকিয়ে রাখা গেল না। জানা গেছে, এপ্রিলেই নাকি চার হাত এক হতে চলেছে।
২০২১ থেকেই শোনা যাচ্ছিল রণবীর-আলিয়ার ও ক্যাটরিনা-ভিকির বিয়ে। তবে ভিকি-ক্যাট গাঁটছড়া বেঁধে ফেললেও 'রালিয়া' ভক্তদের জন্য ছিল অন্তহীন অপেক্ষা। যতদূর জানা গিয়েছে, তা শেষ হচ্ছে এই মাসেই। পরিবার ও কাছের বন্ধুদের উপস্থিতিতে হবে বিয়ের সমস্ত আয়োজন। মা-বাবার মতো চেম্বুরের আরকে হাউজেই বিয়ে করবেন কাপুর সন্তান। পরিবারের এক ঘনিষ্ঠ সূত্র মিডিয়াকে জানিয়েছেন, 'রণবীর-আলিয়া দু'জনেই এই মাসটায় কোনও কাজ রাখেননি। সঙ্গে নীতু কাপুরকে দেখা যাচ্ছে মণীশ মালহোত্রার ফ্যাশন স্টোরে। মণীশ নিজেও কাপুর বাড়িতে এসেছেন এরমধ্যে।'
কাজের সূত্রে, আলিয়ার 'আরআরআর' আপাতত চলছে ভারতের সিনেমা হলগুলোতে। এরপর মুক্তি পাবে রণবীরের সাথে বহু প্রতীক্ষিত 'ব্রহ্মাস্ত্র'। একইসাথে করণ জোহরের 'রকি অউর রানি কি প্রেম কাহানি'র কাজ রয়েছে তার হাতে।
উল্টোদিকে রণবীরকে 'ব্রহ্মাস্ত্র' ছাড়াও দেখা যাবে 'শামশেরা'য় বানি কাপুর ও সঞ্জয় দত্তের সাথে। সঙ্গে লাভ রঞ্জনের 'অ্যানিমেল' ছবিতে শ্রদ্ধা কাপুরের সাথে।