কান উৎসবে ভারতের একমাত্র পুরস্কার গেল শৌনক সেনের হাতে
ভারতের তরুণ নির্মাতা শৌনক সেনের 'অল দ্যাট ব্রিদস' ২০২২ সালের কান চলচ্চিত্র উৎসবে সেরা তথ্যচিত্রের সম্মান জিতে নিয়েছে। 'ল'য়েল দ'র' পুরস্কার পাওয়া ছবিটি ভারতের একমাত্র সিনেমা, যেটি এবার কান উৎসবের প্রতিযোগিতা বিভাগে স্থান পেয়েছে।
এই ছবির কেন্দ্রে দুই ভাই-বোন মোহাম্মদ সৌদ এবং নাদিম শেহজাদ। দিল্লির ওয়াজিরাবাদে তাদের বাড়ি। বাড়ির পরিত্যক্ত বেজমেন্টে তারা গড়ে তুলেছেন আহত পাখিদের জন্য এক হাসপাতাল। বিশেষ করে কালো চিলদের উদ্ধার ও চিকিৎসা করেন তারা।
শৌনকের এই তথ্যচিত্রকেই কেন সেরা হিসাবে বেছে নেওয়া হল? ল'য়েল দ'র-এর ওয়েবসাইটে এক বিচারক লিখেছেন, ল'য়েল দ'র এমন একটি সিনেমাকে দেওয়া হয়, যা ধ্বংসের পৃথিবীতে আমাদের মনে করিয়ে দেয়, প্রতিটি জীবন গুরুত্বপূর্ণ, প্রতিটি ছোট ছোট কাজও গুরুত্বপূর্ণ। আপনি আপনার ক্যামেরা ধরতে পারেন, আপনি একটি পাখি বাঁচাতে পারেন, আপনি কিছু মুহূর্তের জন্য সৌন্দর্য ক্যামেরাবন্দি করতে পারেন। সব কয়টি কাজই গুরুত্বপূর্ণ।
আর্থিক মূল্যে এই পুরস্কারের সঙ্গে শৌনকের ঝুলিতে এসেছে ৫,০০০ ইউরো।
কান-এ বিশেষ প্রদর্শন বিভাগে 'অল দ্যাট ব্রিদস'-এর প্রিমিয়ার হয়েছিল। ৯০ মিনিটের তথ্যচিত্র সেখানেই বিচারকদের মন জয় করে নেয়। পোল্যান্ডের চিত্র পরিচালক অ্যাগনিয়েস্কা হল্যান্ড, মরক্কোর লেখক তথা নির্দেশক হিশাম ফালা ছাড়াও বিচারকমণ্ডলীতে ছিলেন খ্যাতনামা সাহিত্যিক, অভিনেতা এবং সাংবাদিক।
শৌনকের এটি দ্বিতীয় ছবি। ২০১৫ সালে 'সিটিস অব স্লিপ' নামে আরেকটি তথ্যচিত্র তৈরি করেছিলেন জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের এই সাবেক শিক্ষার্থী। কান-এর মঞ্চজয়ের আগে আরও কয়েকটি বিখ্যাত চলচ্চিত্র উৎসবে জিতে এসেছে শৌনকের ছবি। তারপর ৭৫তম কান চলচ্চিত্র উৎসবেও বাজিমাত।
- সূত্র- আনন্দবাজার পত্রিকা ও হিন্দুস্তান টাইমস