শাকিরা ও পিকের সম্পর্কের সালতামামি: যখন যেমন ছিলেন
কলম্বিয়ান পপ গায়িকা শাকিরা ও ফুটবলার জেরার্ড পিকে'র ১২ বছরের সম্পর্কের পর এ মাসে বিচ্ছেদের ঘোষণা এসেছে।
'জেরার্ড সেলিব্রিটি শাকিরা নয়, বরং শাকিরা নামের ব্যক্তিটির প্রেমে পড়েছে,' ২০১৪ সালে লাতিনা ম্যাগাজিনকে এমনটা বলেন 'হিপস ডোন্ট লাই' গানের শিল্পী শাকিরা। ২০১১ সালে পিকে ও শাকিরা একে অপরের প্রেমে পড়েন।
পিকেকে এখন পর্যন্ত দেখা সবচেয়ে অপরূপ মানুষ হিসেবে বর্ণনা করে সে সময় শাকিরা জানিয়েছিলেন, 'আমরা একই জিনিস চাই, একই জিনিস পছন্দ করি, একই জিনিস অপছন্দ করি। আমার জীবনে আমি এমন প্যাশনেট কাউকে পাইনি কখনো।'
শাকিরা জানান তার আর পিকের আট-নয়টি সন্তান হোক, এমনটা তিনি চেয়েছিলেন। এতে করে তাদেন নিজেদের একটা ফুটবল দল বানানো যাবে। পিকের সাথে সুখে ছিলেন বলে অনুভূতি প্রকাশ করেছিলেন শাকিরা।
সাবেক এ জুটি তাদের প্রেমের সম্পর্কের হালহকিকত মোটামুটি গোপন রেখেছিলেন দুনিয়ার কাছ থেকে। ২০১৩ ও ২০১৫ সালে এ দম্পতির দুই সন্তান, যথাক্রমে মিলান ও সাশার জন্ম হয়।
শাকিরা ও পিকে কখনো বিয়ে করেননি। ২০২১ সালের নভেম্বর মাসে কসমোপলিটন-কে দেওয়া এক সাক্ষাৎকারে শাকিরা বলেন, 'আমি সন্তানদের নিয়ে স্বপ্ন দেখি। আমার তাদের জন্য সবসময় চিন্তা হয়। আমার স্বামীকে মাঝেমধ্যে যাতনা দেই। ছেলেদের কোনো বিষয় নিলে অসুবিধা দেখা দিলে আমি সেগুলোর মনঃপীড়া পিকের ওপরেই মেটাই।'
শাকিরা ও এফসি বার্সেলোনা তারকা পিকের সম্পর্ক আবারও গণমাধ্যমে জায়গা করে নিল ২০২২ সালের জুন মাসে। শাকিরা নাকি পিকের পরকীয়া সম্পর্কের প্রমাণ পেয়ে গেছেন। এ ব্যাপারে বিশেষ কিছু না বললেও কয়দিন পরে তারা যৌথবিবৃতিতে তাদের বিচ্ছেদের খবর নিশ্চিত করেন।
'অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমাদের বিবাহ বিচ্ছেদ হচ্ছে। আমরা অনুরোধ করছি যেন আমাদের ব্যক্তিগত জীবনের গোপনীয়তা সবাই রক্ষা করে চলে। আমাদের সন্তানদের নিরাপত্তার স্বার্থেই এটা করা। ওদের কথা ভাবাই আমাদের প্রথম লক্ষ্য,' বিবৃতিতে লিখেন এ প্রাক্তন জুটি।
দেখে নেওয়া যাক শাকিরা ও পিকে জুটির এক দশকের প্রেমের সম্পর্কের টাইমলাইন।
জুন ২০২০
২০১০ সালের ফুটবল বিশ্বকাপের অফিসিয়াল গান ওয়াকা ওয়াকা গান শাকিরা। সেই বিশ্বকাপের আগেই তার সাথে পিকের পরিচয় হয়। ওয়াকা ওয়াকার মিউজিক ভিডিওতে আরও অনেক অ্যাথলেটের সাথে পিকেকেও দেখা যায়।
মার্চ ২০১১
সামাজিক যোগাযোগমাধ্যমে এক সেলফি প্রকাশের মাধ্যমে প্রায় একবছর পর নিজেদের সম্পর্কের কথা প্রকাশ করেন এ জুটি। শাকিরা তার পোস্টে স্প্যানিশ ভাষায় লিখেন, 'আমার সূর্যকে আপনাদের সামনে উপস্থাপন করলাম।'
জানুয়ারি ২০১২
সুইজারল্যান্ডের জুরিখে ফিফা ব্যালনন ডি'অর অ্যাওয়ার্ড-এ লাল গালিচায় আবির্ভূত হন এ জুটি। সেখানে পিকে একটি পুরস্কার উপস্থাপন করেন।
জানুয়ারি ২০১৩
জানুয়ারির ২২ তারিখে শাকিরার প্রতিনিধি নিশ্চিত করেন, সাবেক এ দম্পতি তাদের প্রথম পুত্রসন্তান মিলানকে পৃথিবীতে স্বাগতম জানিয়েছেন।
নিজের ওয়েবসাইটেও শাকিরা পুত্রসন্তান জন্ম দেওয়ার কথা ঘোষণা করেন।
মার্চ ২০১৪
লাতিনা ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে শাকিরা জানান, তার ও পিকের সন্তানদের নিয়ে 'নিজের ফুটবল দল' বানানোর তার খুব ইচ্ছা।
এপ্রিল ২০১৪
আগের মাসে গণমাধ্যমে খবর আসে, শাকিরা বলেছেন অন্য পুরুষদের সাথে কাজ করলে তা নিয়ে উসখুস করেন পিকে। কিন্তু এপ্রিলে ফেইসবুক স্ট্যাটাস দিয়ে শাকিরা জানান, তিনি যা বলেছেন সেটা মজার ছলেই বলেছেন, এবং তাদের সম্পর্ক খুবই প্রেমময়, সেখানে ঈর্ষার কোনো স্থান নেই।
জানুয়ারি ২০১৫
জানুয়ারির ২৯ তারিখে শাকিরা ও পিকে তাদের দ্বিতীয় পুত্রসন্তান সাশার জন্ম দেন।
অক্টোবর ২০১৭
এ জুটির বিচ্ছেদের গুঞ্জন শুরু হয়। তবে তা মিথ্যা বলে জানা যায় পরে।
জানুয়ারি ২০১৮
নিউ ইয়র্ক সিটিতে পরিবার নিয়ে ছুটি কাটাতে দেখা যায় এ জুটিকে।
আগস্ট ২০২০
মালদ্বীপে সন্তানদের নিয়ে ছুটি কাটান সাবেক এ জুটি। ইনস্টাগ্রাম-এর এক ছবির ক্যাপশনে পিকে লিখেন, 'ফ্যামিলি টাইম'।
জুলাই ২০২১
নিজেদের 'হলিডে ভাইবস্' উপভোগ করেন পিকে ও শাকিরা।
ফেব্রুয়ারি ২০২২
প্ল্যানেট উইয়ার্ডো উইদ হলি এইচ শীর্ষক এক পডকাস্টে নিজেদের মধ্যকার মতের অমিলগুলো কীভাবে সামলান সে সম্পর্কে কথা বলেন শাকিরা। এর চার মাস পর তাদের বিচ্ছেদ হয়।
জুন ২০২২
১২ বছর একসাথে থাকার পর জনের ৪ তারিখ নিজেদের বিচ্ছেদের কথা নিশ্চিত করেন এ জুটি।
সূত্র: ইউএস ম্যাগাজিন