মা হতে চলেছেন আলিয়া ভাট, সুখবর জানালেন নিজেই
মা হতে চলেছেন আলিয়া ভাট। সোমবার সকালে এই খবর ছড়িয়ে পড়েছে সব জায়গায়, এবং এর মধ্যে কোনো গুজব নেই। কারণ অভিনেত্রী নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে জানিয়েছেন এই কথা।
বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি আলিয়া ভাট ও রণবীর কাপুর। তাদের বিয়ে নিয়ে উন্মাদনার না কাটতেই যেন নতুনভাবে ভক্তদের চমকে দিলেন আলিয়া।
কী লিখেছেন আলিয়া? সোমবার সকালে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন আলিয়া ভাট। সেখানে দেখা যাচ্ছে, তিনি চিকিৎসকের চেম্বারে বিছানায় শুয়ে এবং গর্ভের পরীক্ষা করাচ্ছেন। হাসি হাসি মুখ করে সেই স্ক্রিনের দিকে তাকিয়ে থাকতে দেখা যায় আলিয়াকে।
পোস্টের ক্যাপশনে আলিয়া লিখেছেন, Our baby ….. coming soon'। এর সঙ্গে শাবক-সহ সিংহ এবং সিংহীর একটি ছবিও দিয়েছেন তিনি। ছবিতে স্পষ্ট দেখা না গেলেও বোঝা যাচ্ছে, আলিয়ার পাশে ক্যাপ মাথায় দিয়ে বসে থাকা ব্যক্তিটি আসলে রণবীর কাপুর।
তবে আলিয়া এই ছবি দুটি পোস্ট করতে না করতেই পোস্টের নিচে কমেন্টের বন্যা বয়েছে। সঙ্গে সঙ্গেই শুভেচ্ছা জানিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। অভিনন্দন জানিয়ে তিনি লিখেছেন, 'Congratulations honey!! Yaaaay! Can't wait'। পাশাপাশি আলিয়ার মা সোনি রাজদান, করণ জোহর, রণবীরের বোন ঋদ্ধিমা কাপুরের মতো পরিবারের সদস্যরাও অভিনন্দন জানিয়েছেন আলিয়াকে।
চলতি বছরের এপ্রিলের ১৪ তারিখ বিয়ে করেন আলিয়া আর রণবীর। এটি এবছর বলিউডের সবচেয়ে বড় ইভেন্টগুলোর একটি ছিল। করোনার কারণে বারবার পিছিয়ে গিয়েছিল এই বিয়ে। কিন্তু শেষ পর্যন্ত বিয়েটা সেরেই ফেলেন তারা।
সামনেই রণবীর এবং আলিয়ার নতুন ছবি 'ব্রহ্মাস্ত্র' মুক্তি পাচ্ছে। তা নিয়েও অনুরাগীদের মধ্যে উত্তেজনা কম নয়। সেই উত্তেজনার মাত্রাই কয়েক পর্দা বাড়িয়ে দিলেন আলিয়া। বিয়ের আড়াই মাসের মাথায়ই দিয়ে দিলেন সুখবর।