গেরিলা নায়ক, যেভাবে এ বিখ্যাত ছবি তোলা হয়েছিল
১৯৬০ সালের ৪ মার্চ। হাভানা হারবারে সদ্য বোমা বর্ষণ করে গেছে ফরাসী ফাইটার প্লেন লা কুব্রে। মারা গেছে একশো মানুষ। হতাহত আরও কয়েক শত। রাগে ক্ষোভে হাভানা হারবারে এসে উপস্থিত হলেন কাস্ত্রো সহ গোটা নতুন সরকারের মন্ত্রীরা। সঙ্গে অফিসিয়াল ফটোগ্রাফার আলবের্তো কোর্ডা।
সবচেয়ে রেগে ছিলেন শিল্পমন্ত্রী চে গেভেরা। সবার নিষেধ অমান্য করে চলে যাচ্ছিলেন অকুস্থলে। আবার বোমা বর্ষণের ভয় সত্ত্বেও পরদিন মৃতদের উদ্দেশ্যে এক শোকসভা পালিত হল। তাতে চে প্রথমবার তাঁর বিখ্যাত উক্তি "মাতৃভুমি অথবা মৃত্যু" উচ্চারণ করলেন। রাগে আর বেদনায় যেন ফেটে পড়ছেন তিনি।
বেলা ১১:২০ তে হঠাৎ এক পামগাছের পাশে একঝলক দেখা গেল চে কে। কোর্ডার মনে হল এ ছবিতে পোর্টেটের গুণ আছে। সঙ্গে সঙ্গে দুবার সাটার টিপলেন তাঁর লাইকা এম২ ক্যামেরার। আর চে তারপরই চলে গেলেন সে জায়গা ছেড়ে। প্রসেসিং ল্যাবে এনে দুধারে পামগাছ আর লোকটিকে ক্রপ করে কেটে চে'র ছবি একটু ঘুরিয়ে ছাপতে দিলেন কোর্ডা। নাম দিলেন হিরোয়িকো গুয়েরিলো বা গেরিলা নায়ক। বাকিটা ইতিহাস…
আজ এই মহান বিপ্লবীর প্রয়াণ দিবস।
[লেখকের ফেসবুক পোস্ট থেকে সংগৃহীত]