নারায়ণগঞ্জে আ.লীগের লিফলেট বিতরণের ছবি ভাইরাল, স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ দুইজন আটক
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2025/02/04/img_8931.jpeg)
নারায়ণগঞ্জের বন্দরে আওয়ামী লীগের লিফলেট বিতরণের ছবি ও ভিডিও দলীয় পেইজে প্রচারের পর নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক লীগের ২০নং ওয়ার্ডের সেক্রেটারি জামান মিয়া ও কর্মী সাইদুল ইসলামকে আটক করেছে বন্দর থানা পুলিশ।
সোমবার দিবাগত রাত সাড়ে ১২টায় বন্দর থানার সোনাকান্দা জামান অটোরিকশার গ্যারেজ থেকে জামান মিয়াকে ও রূপালী থেকে সাইদুলকে গ্রেপ্তার করা হয়।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, 'তাদের দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।'
সম্প্রতি অন্তর্বর্তী সরকারকে 'অবৈধ ও অসাংবিধানিক' আখ্যা দিয়ে ১৮ দিনের কর্মসূচি ঘোষণা করে আওয়ামী লীগ। গত দুই দিন বন্দর উপজেলা কলাগাছিয়া ও থানা সোনাকান্দায় কর্মসূচি হিসেবে লিফলেট বিতরণ করার চেষ্টা করেন দলটির নেতাকর্মীরা।
কর্মসূচির শেষ দিনে, বুধবার নিজ অটোরিকশার গ্যারেজে লিফলেট বিতরণ করেন জামান মিয়া ও নেতাকর্মীরা। ওই ভিডিও আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে প্রচার করলে স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে গ্যারেজ ঘেরাও করে। খবর পেয়ে বন্দর থানা পুলিশ ঘটনাস্থলে এসে তাদের দুজনকে পৃথক স্থান থেকে আটক করে।