সিলেট ও সুনামগঞ্জে ডাকাত আতঙ্ক, সোশ্যাল মিডিয়ায় পোস্টের হিড়িক
বন্যাকবলিত সিলেট ও সুনামগঞ্জে শনিবার (১৮ জুন) রাতে একাধিক ডাকাতির ঘটনার অভিযোগ পাওয়া গেছে।
আত্মীয়-পরিজনদের বাড়িতে ডাকাতির ঘটনা শুনে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই সাহায্য চেয়ে পোস্ট দেন।
ফেসবুকের বিভিন্ন পোস্ট থেকে সিলেটের ফজল আলী কমপ্লেক্স, মেজরটিলা, শামীমাবাদ ও বিশ্বনাথ সংলগ্ন এলাকায় ডাকাতির ঘটনার অভিযোগ পাওয়া গেছে। অন্যদিকে সুনামগঞ্জের ময়নার পয়েন্ট ও দক্ষিণপাড়া এলাকা থেকেও ডাকাত হানা দেওয়ার সংবাদ মিলেছে।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, বিভিন্ন এলাকা থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলগুলোতে যাচ্ছে।
রাত ১২টার সাদিকুর তানভীর নামের স্থানীয় তরুণ সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে সাহায্য চান। তিনি লিখেন, 'সুনামগঞ্জে আমাদের পাড়া ময়নার পয়েন্টে ডাকাত আক্রমণ করেছে। সুনামগঞ্জ জেলা এসপি, ওসি সদর, সেনাবাহিনীর টোল ফ্রি নাম্বার সব বন্ধ। সুনামগঞ্জের কেউ এই স্ট্যাটাস দেখে থাকলে প্লিজ ৮-১০ জন মিলে কিছু করুন।'
রাত ১১টার দিকে নিজের চাচার বাসাসহ ৩টি বাসায় ডাকাতির ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন সিলেটের একটি হাসপাতালের মেডিকেল অফিসার সাদিকুর রহমান। তিনি বলেন, 'রাত ১১টার দিকে আমার চাচার বাসাসহ আশেপাশের ৩ বাসায় ডাকাতি হয়। কিন্তু এই সময় প্রশাসনের কোনো নাম্বারে চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি।'
সুনামগঞ্জ থেকে ইশতিয়াক আলম নামের একজন জানান, 'শহরের হাজিপাড়া, নতুনপাড়া, বাঁধন পাড়া, মরাটিলা, ময়নার পয়েন্ট-সুনামগঞ্জ শহরের হাওর পাড়ের এই বেল্টে ডাকাতের হানা পড়েছে। ইতিমধ্যে তিন বাসায় ডাকাতির খবর নিশ্চিত হওয়া গেছে।'
সিলেটে অবস্থানরত সুনামগঞ্জের নতুন পাড়ার উর্মি দে তিনি জানান, 'আজ কিছু সময় নেটওয়ার্ক ছিল। এই সময় খবর নিয়ে জানতে পেরেছি কিছু কিছু জায়গায় ডাকাতি হয়েছে। পাড়ায় পাড়ায় ডাকাতির আতঙ্ক ছড়িয়ে পরেছে। অনেকে যাচাই না করেই শুনে শুনে পোস্ট দিচ্ছে। তাই ঘটনার সত্যতা যেমন আছে তেমনি কিছু গুজবও থাকতে পারে।'
এই বিষয়ে পুলিশের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কোনও বক্তব্য পাওয়া যায়নি। সবার নাম্বার বন্ধ।