ভারতের পশ্চিমবঙ্গে মাঙ্কিপক্স রোগী শনাক্ত
ভারতের পশ্চিমবঙ্গে মাঙ্কিপক্সের প্রথম রোগী শনাক্ত হয়েছে।
বিদেশ থেকে ফিরে কলকাতা শহরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।
আক্রান্ত ওই যুবকের ট্রাভেল হিস্টরি খতিয়ে দেখতে স্বাস্থ্য অধিদপ্তর।
এদিকে স্পেন, পর্তুগাল, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা সহ বিশ্বের বিভিন্ন দেশে এই মাঙ্কিপক্সে আক্রান্তের সন্ধান মিলেছিল এতদিন। বিভিন্ন বিমানবন্দরেও এনিয়ে নজরদারি চলছিল।
এ ধরনের সন্দেহভাজন কোনও রোগীর সন্ধান মিললে তাকে দ্রুত আলাদা করার ব্যাপারেও বলা হয়েছিল।
ওই রোগীর সংস্পর্শে কারা এসেছিলেন সেটাও খতিয়ে দেখা হচ্ছে। তার শরীরের নমুনা আপাতত পুনের এনআইভিতে পাঠানো হয়েছে।
ওই যুবক বিদেশ ফেরৎ বলেই জানা গিয়েছে। সেক্ষেত্রে তিনি বিদেশ থেকেই সংক্রমিত হয়েছেন কি না সেটাও দেখা হচ্ছে।