লেখক খালেদ হোসেইনির মেয়ে রূপান্তরকামী, মেয়ের জন্য গর্বিত লেখক
খালেদ হোসেইনি। 'কাইট রানার', 'আ থাউস্যান্ড স্পেলন্ডিড সানস'-এর মতো বিখ্যাত উপন্যাসের লেখক। আমেরিকা নিবাসী আফগানিস্তানের এই লেখককে চেনেন না, এমন সাহিত্যপ্রেমী পাওয়া দুষ্কর। কিন্তু তাঁর কন্যারও আলাদা করে পরিচয় আছে। পরিবেশ আন্দোলনকর্মী এবং সব লিঙ্গের সমানাধিকার নিয়ে দীর্ঘ দিন লড়াই করছেন তিনি। এহেন হ্যারিস এবার তাঁর যৌনপরিচয়ের কথাও প্রকাশ্যে জানালেন।
হালে সোশ্যাল মিডিয়ায় খালেদ হোসেইনি লিখেছেন, 'গতকাল আমার মেয়ে হ্যারিস জানিয়েছে, সে রূপান্তরকামী। আমি কখনও ওকে নিয়ে এত গর্বিত ছিলাম না। ও আমাদের পরিবারকে সাহস জুগিয়েছে এবং সত্য সম্পর্কে অনেক কিছু শিখিয়েছে। আমি জানি, এই প্রক্রিয়াটি ওর জন্য কতটা কঠিন ছিল। রূপান্তরকামীদের যত ধরনের নিষ্ঠুরতার শিকার হতে হয়, তার মধ্যে ওকেও পড়তে হয়েছে। কিন্তু ও গোটা পরিস্থিতির মধ্যে কখনও শক্তি হারিয়ে ফেলেনি।'
এর পাশাপাশি লেখক দু'টি ছবিও পোস্ট করেছে সোশ্যাল মিডিয়ায়। সেই ছবি দু'টি তাঁর এবং হ্যারিসের। দু'টিই বহু বছরের পুরনো ছবি। খালেদ লিখেছেন, 'আমি আমার মেয়েকে ভালোবাসি। ও সুন্দর, দরাজ মনের এবং ওর উপস্থিতি যে কোনওমানুষের কাছেই খুব উজ্জ্বল। আমি ওর জীবনের প্রতিটি ধাপেই পাশে থাকব। আমাদের পরিবার ওর পাশে আছে।'
তবে খালেদের মতোই তাঁর কন্যা হ্যারিসেরও পরিচিতি বিপুল। তিনিও একজন লেখক এবং একজন পরিবেশ কর্মী। আধুনিক জেন্ডার স্টাডিজ নিয়ে তিনি বেশ কিছু কাজ করেছেন। তার গবেষণার কেন্দ্রে ছিল কীভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সমাজের বিভিন্ন সাংস্কৃতিক বিষয় পুরুষকেন্দ্রিক। বর্তমানে হ্যারিস আমেরিকাতেই বসবাস করছেন।