ইসরায়েলি সাংবাদিককে মক্কায় অনুপ্রবেশে সহায়তাকারী সৌদি নাগরিক আটক
ইসরায়েলের ইহুদি সাংবাদিককে সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে প্রবেশে সহায়তা করার অভিযোগে এক সৌদি নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। খবর আল জাজিরার।
ইসরায়েলের চ্যানেল-১৩ এর এ সাংবাদিকের নাম গিল তামারি। তিনি নিজেই মক্কায় অনুপ্রবেশের পর টুইটারে একটি ভিডিও পোস্ট করেন।
উল্লেখ্য, মক্কায় অমুসলিমদের প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে।
সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাতে পুলিশের এক মুখপাত্র জানান, মক্কায় স্থানান্তর এবং বিভিন্ন সুবিধা দেওয়ার অভিযোগে প্রসিকিউটরদের কাছে এক সৌদি নাগরিকের কথা উল্লেখ করেছে মক্কার আঞ্চলিক পুলিশ।
এসপিএ তামারির নাম উল্লেখ করেনি তবে তিনি যে আমেরিকান নাগরিক সেটি জানিয়েছে। আমেরিকান পাসপোর্ট ব্যবহার করেই তামারি সৌদিতে প্রবেশ করেন কারণ ইসরায়েলের সাথে সৌদি আরবের কোনও আনুষ্ঠানিক সম্পর্ক নেই।
গিল তামারির মামলাটিও প্রসিকিউটরদের কাছে উল্লেখ করে এ ব্যাপারে আইন অনুযায়ী তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে। তবে ইসরায়েলের এই সাংবাদিক এখন আর সৌদিতে অবস্থান করছেন না।
যেকোনো জাতীয়তা এবং ব্যাকগ্রাউন্ডের মুসলিমরা মক্কায় প্রবেশ করতে পারে। তবে অমুসলিমদের এ নগরীতে প্রবেশের অধিকার নেই। কারণ এখানে প্রবেশের জন্য রয়েছে সুনির্দিষ্ট আচরণবিধি এবং ধর্মীয় আচার-আনুষ্ঠানিকতা।
তামারির ১০ মিনিট দৈর্ঘ্যের ভিডিওটিতে তাকে আরাফাতের পাহাড় ভ্রমণ করতে দেখা যায়। তিনি স্পষ্ট করেন যে তিনি জানেন, যা করছেন তা বেআইনি কিন্তু 'মুসলিম ভাই ও বোনেদের জন্য অতি গুরুত্বপূর্ণ এই স্থান' টি তিনি প্রদর্শন করতে চেয়েছিলেন। ধর্মীয় পুলিশেরা তিনি মুসলিম কিনা তা নিশ্চিতে জেরা করতে শুরু করলে তিনি পাহাড় ত্যাগ করেন।
তামারির এ ভ্রমণ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।