ব্রিটিশদের লুট করা কিছু প্রত্নবস্তু ফিরে পেতে পারে নাইজেরিয়া
১৮৯৭ সালে ব্রিটিশ ঔপনিবেশিক বাহিনীর লুট করে নিয়ে যাওয়া প্রায় ১০০টি প্রত্নতাত্ত্বিক বস্তু নাইজেরিয়ায় ফিরিয়ে দেওয়া হতে পারে।
বেনিন শহর থেকে লুট করা হয়েছিল বস্তুগুলো, বর্তমানে অক্সফোর্ডের পিট রিভার্স ও অ্যাশমোলিয়ান জাদুঘরে সংরক্ষিত আছে। খবর বিবিসি'র।
নাইজেরিয়ার জাদুঘর কমিশনের এই দাবি মেনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অক্সফোর্ড ইউনিভার্সিটি কাউন্সিল।
এক বিবৃতিতে অক্সফোর্ড জানিয়েছে, নাইজেরিয়ার ন্যাশনাল কমিশন ফর মিউজিয়াম অ্যান্ড মনুমেন্টস (এনসিএমএম) ৯৭টি বস্তু ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছে পিট রিভার্স জাদুঘরের কাছে।
ফিরিয়ে দেওয়ার আনুষ্ঠানিক প্রক্রিয়া চলছে বলে জানানো হয়।
'১৮৯৭ সালে বেনিন থেকে আসা মূল্যবান অনেক প্রত্নতাত্ত্বিক বস্তু যে সব জাদুঘরে আছে আর একটি পিট রিভার্স, নাইজেরিয়া ও বেনিন কিংডমের রয়্যাল কোর্টের সাথেদীর্ঘমেয়াদি গবেষণা প্রকল্পের যুক্ত আছে এই জাদুঘর"।