ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা আছে, পরিকল্পনা নেই: আণবিক শক্তি প্রধান
ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা আছে দাবি করে দেশটির আণবিক শক্তির প্রধান জানিয়েছেন, এ ধরনের অস্ত্র বানানোর আপাতত কোনো পরিকল্পনা তাদের নেই।
সোমবার (১ আগস্ট) মোহাম্মদ এসলামি নামক ওই কর্মকর্তা এমনটা দাবি করে মন্তব্য করেন বলে জানিয়েছে ইরানের ফার্স নিউজ এজেন্সি।
এর আগে সম্প্রতি একই সুরে মন্তব্য করেছিলেন দেশটির শীর্ষনেতা আয়াতুল্লাহ খামেনির একজন জ্যেষ্ঠ উপদেষ্টা কামাল খারাজি। তার কথাই পুনর্ব্যক্ত করলেন এসলামি।
গত ১৭ জুলাই আল জাজিরার নিউজ চ্যানেলে এক মন্তব্যে খারাজি বলেছিলেন পারমাণবিক বোমা বানানোর কারিগরি জ্ঞান ইরানের রয়েছে, তবে দেশটি এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি।
নিজের মন্তব্যে এসলামি বলেন, 'যেমনটা খারাজি সাহেব বলেছিলেন, ইরানের পারমাণবিক বোমা বানানোর প্রাযুক্তিক সক্ষমতা রয়েছে৷ কিন্তু এ ধরনের কোনো প্রোগ্রাম আপাতত আমাদের এজেন্ডায় নেই।'
তবে শীর্ষ কর্মকর্তাদের এ ধরনের প্রকাশ্য দাবি বিরল ঘটনা। এর ফলে দেশটির পারমাণবিক কর্মকাণ্ড নিয়ে নতুন করে উদ্বেগের সৃষ্টি হতে পারে।
ইরান সবসময় দাবি করেছে দেশটির পারমাণবিক প্রকল্প কেবল শান্তির উদ্দেশ্যে তৈরি করা। কিন্তু পশ্চিমাশক্তি ও নিউক্লিয়ার শক্তির ওপর নজর রাখা বৈশ্বিক সংস্থাগুলো এ দাবি কখনো মেনে নেয়নি।
ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির মে মাসের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, ইরানের ৬০ শতাংশ বিশুদ্ধতার ৪৩.১ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। একটি পারমাণবিক অস্ত্র তৈরিতে ৯০ শতাংশ বিশুদ্ধতার ২৫ কেজি সমৃদ্ধ ইউরেনিয়ামের দরকার হয়।
ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির এ সক্ষমতার দাবি তখনই প্রকাশ্যে এল যখন ইরান ও বিশ্বপরাশক্তিগুলো ২০১৫ সালের পরমাণু চুক্তি নবায়ন করার ব্যাপারে কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি।
সূত্র: বিবিসি