মার্কিন হামলায় নিহত আল-কায়েদা নেতা জাওয়াহিরি
রোববার (৩১ জুলাই) কাবুলে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় নিহত হয়েছেন ৯/১১ ঘটনার অন্যতম চক্রান্তকারী আল-কায়েদা নেতা আয়মান আল-জাওয়াহিরি। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নিশ্চিত করেছেন এ তথ্য।
এক টুইট বার্তায় প্রেসিডেন্ট বাইডেন জানিয়েছেন, শনিবার (৩০ জুলাই) কাবুলে সন্ত্রাসবিরোধী অভিযানে বিমান হামলা চালায় আমেরিকা। ওই হামলাতেই মৃত্যু হয়েছে আল-কায়েদা প্রধান জাওয়াহিরির।
তিনি লিখেছেন, "কত দেরি হল সেটি কোনো বিষয় নয়, কোথায় লুকিয়ে থাকার চেষ্টা করেছিল, তাতেও কিছু যায়-আসে না; যারা আমাদের ক্ষতি করতে চায়, তাদের থেকে আমেরিকার মানুষকে রক্ষা করার সংকল্প ও ক্ষমতা প্রদর্শন জারি রেখেছে আমেরিকা।"
"অবশেষে ন্যায়বিচার হলো", লিখেছেন বাইডেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন সেনা জানিয়েছেন, স্থানীয় সময় রোববার ভোর ৬টা ১৮ মিনিটে কাবুলে মার্কিন হামলায় মৃত্যু হয় জওয়াহিরির। এরপরই টেলিভিশনে জওয়াহিরির মৃত্যুর খবর নিয়ে বক্তৃতা দেন বাইডেন। পরে টুইট করে এ খবর জানান তিনি।
ওসামা বিন লাদেনের হত্যার পর জওয়াহিরির মৃত্যু জঙ্গিদলের জন্য বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে। মিশরের রাজধানী কায়রোয় জন্ম আল-জওয়াহিরির। পেশায় শল্য চিকিৎসক ছিলেন ৭১ বছর বয়সী এই আল-কায়েদা নেতা। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় জঙ্গি হামলায় লাদেনের সঙ্গে অন্যতম ষড়যন্ত্রকারী হিসেবে কাজ করেছিলেন তিনি। তার মাথার দাম ধরা হয়েছিল ২.৫ কোটি ডলার।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসির খবর অনুযায়ী, কাবুলে একটি 'নিরাপদ বাড়ির' ব্যালকনিতে হামলা চালানো হয় জওয়াহিরির ওপর। এ সময় ড্রোন থেকে পর পর দুটি মিসাইল নিক্ষেপ করা হয়। এতে নিহত হন জাওয়াহিরি। তবে এই হামলায় অন্য কেউ হতাহত হননি বলে দাবি করা হয়েছে।
- সূত্র: বিবিসি