চীনের ‘এক দেশ, দুই ব্যবস্থা’ নীতি প্রত্যাখ্যান করলো তাইওয়ান
বিছিন্ন দ্বীপ তাইওয়ানের জন্য চীনের প্রস্তাবিত দ্বৈত নীতি বা 'এক দেশ, দুই ব্যবস্থা নীতি' প্রত্যাখ্যান করেছে তাইওয়ান সরকার।
গণতান্ত্রিকভাবে স্বশাসিত দ্বীপ তাইওয়ানের সামাজিক ও রাজনৈতিক ব্যবস্থা আংশিক রক্ষণাবেক্ষণে কিছু স্বায়ত্তশাসনের প্রতিশ্রুতি দিয়ে চলতি সপ্তাহে এক শ্বেতপত্রে 'এক দেশ, দুই নীতি' মডেল প্রকাশ করে চীন। তবে আজ বৃহস্পতিবার (১১ আগস্ট) চীনের সেই পরিকল্পনা প্রত্যাখ্যানের ঘোষণা দিয়েছে তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের মুখপাত্র জোয়ান ওউ রাজধানী তাইপেইতে এক সংবাদ সম্মেলনে বলেন, কেবল তাইওয়ানের জনগণই তাদের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারেন।
জোয়ান ওউ আরও বলেন, তাইওয়ানের জনগণকে ভয় দেখানোর জন্য মার্কিন হাউস স্পিকার ন্যান্সি পেলোসির তাইপেই সফরকে একটি ইস্যু বানিয়েছে চীন। ইস্যুটিকে তারা 'নতুন স্বাভাবিক অবস্থা' তৈরির অজুহাত হিসেবে ব্যবহার করছে বলেও অভিযোগ করেন তিনি।
- সূত্র: রয়টার্স