মদ খেয়ে গাড়ি চালিয়ে সাজা পেলেন ন্যান্সি পেলোসির স্বামী
মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অপরাধে পাঁচ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে মার্কিন হাউস অভ রিপ্রেজেন্টেটিভের স্পিকার ন্যান্সি পেলোসির স্বামীকে।
চলতি বছরের মে মাসে মদ খেয়ে গাড়ি চালাতে গিয়ে তিনি একটি জিপকে ধাক্কা মারেন ৮২ বছর বয়সি পল পেলোসি। নিজের অপরাধ তিনি স্বীকারও করে নিয়েছেন।
অপরাধ স্বীকার করে নেওয়ার ফলে তিনি আরও গুরুতর অভিযোগ থেকে বেঁচে গেছেন।
১৯৬৩ সালে মার্কিন কংগ্রেসের সবচেয়ে সিনিয়র ডেমোক্র্যাট ন্যান্সি পেলোসিকে বিয়ে করেন পল পেলোসি।
পল পেলোসিকে আর জেল খাটতে হবে না।
২৮ মে গাড়ি দুর্ঘটনার পর কারাগারে চার রাত কাটান পল। এই চার দিনকে দুই দিনের সাজা ভোগ করা হয়ে গেছে বলে ধরা হবে। ভালো আচরণের জন্য আরও দুই দিনের সাজা মওকুফ করা হয়েছে। আর শেষ এক দিনের শাস্তি হিসেবে তাকে আট ঘণ্টা কমিউনিটি সার্ভিস দিতে হবে।
এছাড়া পল পেলোসিকে মদ না খেয়ে গাড়ি চালানো-সংক্রান্ত তিন মাসের একটি কোর্সে যোগ দিতে হবে। পাশাপাশি প্রায় ৭ হাজার ডলার জরিমানা গুনতে হবে।
ড্রাইভিং লাইসেন্স না হারালেও পল পেলোসির গাড়িতে একটি ইগনিশন ডিভাইস ব্যবহার করতে হবে। এ যন্ত্রটি বসালে ইঞ্জিন চালু হওয়ার আগে নিশ্বাসে অ্যালকোহলের নমুনা পরীক্ষা করে নেওয়া হয়।
গত ২৮ মে তিনি হাইওয়ে দিয়ে নিজে পোর্শে চালানোর সময় একটি জিপকে ধাক্কা মারেন পল। জিপের চালকের হাত, ঘাড় ও গলায় আঘাত পান। তবে তার বা জিপের অন্য যাত্রীদের আঘাত গুরুতর ছিল না।
- সূত্র: বিবিসি