সাবেক সোভিয়েতের শেষ প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভ আর নেই
সাবেক সোভিয়েত ইউনিয়নের শেষ প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভ মারা গেছেন। মঙ্গলবার (৩০ আগস্ট) রাতে মস্কোর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর।
১৯৮৫ সালে সাবেক সোভিয়েত ইউনিয়নের ক্ষমতায় এসে বেশকিছু সংস্কারের নীতি গ্রহণ করেছিলেন তিনি। তার সময়েই সোভিয়েত ইউনয়ন ও পূর্ব-পশ্চিমের স্নায়ুযুদ্ধের অবসান ঘটে।
গর্বাচেভের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাশিয়ার বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ রুশ বার্তাসংস্থা ইন্টারফ্যাক্সকে এ তথ্য জানিয়েছেন।
এছাড়া, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, উরসুলা ভন ডার লেইন সহ বিশ্বব্যাপী নেতারা তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, মস্কোর যে হাসপাতালে গর্বাচেভ মারা গেছেন, সেখানে দীর্ঘদিন ধরেই চিকিৎসাধীন ছিলেন তিনি। সাম্প্রতিক বছরগুলোতে তার স্বাস্থ্যের ব্যাপক অবনতি ঘটে, এতে তাকে প্রায়ই হাসপাতালে যেতে হতো।
গেল জুনে আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে জানা যায়, কিডনি রোগে আক্রান্ত ছিলেন সাবেক সোভিয়েত যুগের এই নেতা। তবে তার মৃত্যুর কারণ এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়নি মস্কো।
- সূত্র: বিবিসি