কংগ্রেসের সভাপতি পদে লড়াইয়ে সোনিয়া গান্ধীর সম্মতি পেলেন শশী থারুর
কংগ্রেসের সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করতে কংগ্রেস প্রধান সোনিয়া গান্ধীর তরফ থেকে 'সবুজ সংকেত' পেয়েছেন শশী থারুর।
কংগ্রেসের সূত্র অনুসারে, আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে লোকসভার সদস্য শশী থারুর নিজের সিদ্ধান্তের কথা জানালে সোনিয়া গান্ধী বলেন, 'কংগ্রেসের সভাপতি পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার স্বাধীনতা যে কারও রয়েছে।'
'এটা আপনার ইচ্ছা। নির্বাচন নির্ধারিত নির্বাচনী প্রক্রিয়া মোতাবেক অনুষ্ঠিত হবে,' বলেন সোনিয়া।
আসন্ন কংগ্রেস সভাপতি নির্বাচন নিয়ে আলোচনার জন্য থারুরসহ দলীয় নেতা দীপেন্দর হুদা, জয় প্রকাশ আগরওয়াল এবং বিজেন্দ্র সিং আজ সোনিয়া গান্ধীর সঙ্গে তাঁর বাড়িতে দেখা করলে তিনি এসব কথা জানান।
দলের অন্তর্বর্তীকালীন প্রধান সোনিয়ার কথার পুনরাবৃত্তি করে বর্ষীয়ান নেতা জয়রাম রামেশ বলেন, 'যে কেউ এখানে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে এবং আমরা বিষয়টিকে স্বাগত জানাই। এটি একটি উন্মুক্ত, গণতান্ত্রিক ও স্বচ্ছ প্রক্রিয়া। প্রতিদ্বন্দ্বিতা করার জন্য কারো অনুমতির প্রয়োজন নেই।'
কংগ্রেসে বেশ দীর্ঘ সময় ধরেই সভাপতির পদে দায়িত্ব পালন করে আসছেন গান্ধী পরিবারের দুই সদস্য সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধী।
এর আগে তিরুবনন্তপুরমের কংগ্রেস দলীয় সংসদ সদস্য শশী থারুর 'আরও বেশ কয়েকজন প্রার্থীর সঙ্গে' নিজের প্রতিদ্বন্দ্বিতার বিষয়টি ঘোষণা করার পর থেকেই শুরু হয় নানান আলোচনা।
এর আগে গত ২০২০ সালের আগস্টে কংগ্রেসের সাংগঠনিক সমস্যা ও সুনেতৃত্বের অভাবের কথা জানিয়ে সোনিয়াকে চিঠি পাঠান দলের ২৩ নেতা। জি-২৩ নামে পরিচিত এই দলে শশী থারুর না থাকলেও তিনিও বিভিন্ন সময় দলের সংস্কারের কথা তুলেছেন।
নতুন সভাপতি বেছে নিতে আগামী ১৭ অক্টোবর কংগ্রেসে ভোট আয়োজন হবে। ২৪ থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে মনোনয়ন জমা দেওয়া যাবে। ভোট গণনার পর ১৯ সেপ্টেম্বর ফল ঘোষণা করা হবে।
- সূত্র: ইন্ডিয়া টুডে