ইতালির প্রথম নারী প্রধানমন্ত্রী হতে চলেছেন ডানপন্থী জর্জিয়া মেলোনি
ইতালিতে প্রথম নারী প্রধানমন্ত্রী হতে চলেছেন দেশটির সবচেয়ে ডানপন্থী নেত্রী জর্জিয়া মেলোনি।
বিবিসির খবরে বলা হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম ইতালিতে চরম ডানপন্থী সরকার গঠন হতে চলেছে। রোববার (২৫ সেপ্টেম্বর) দেশটিতে ভোট অনুষ্ঠিত হয়। ভোট দিয়ে ফেরত আসাদের সঙ্গে কথা বলে মেলোনির জয়লাভের ইঙ্গিতই মিলেছে।
এদিকে, নিজের জয়ের দাবিও করে বসেছেন 'ব্রাদার্স অফ ইতালি' দলের নেত্রী জর্জিয়া মেলোনি।
ইতালির ঘরোয়া রাজনীতিতে হঠাৎ এই পরিবর্তন ইউরোপের বেশিরভাগ অংশে শঙ্কা তৈরি করতে পারে বলে বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। কারণ ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) তৃতীয় বৃহত্তম অর্থনীতি হলো ইতালি।
ভোটের পরে গণমাধ্যমকে মেলোনি বলেন, তার দল দেশের সবার জন্য কাজ করবে এবং জনগণের আস্থার সঙ্গে কখনও বিশ্বাসঘাতকতা করবে না।
রাজধানী রোমে সাংবাদিকদের তিনি বলেন, "ইতালীয়রা ব্রাদার্স অফ ইতালির নেতৃত্বকে সমর্থন দিয়ে একটি ডানপন্থী সরকার গঠনের স্পষ্ট বার্তা দিয়েছেন।"
প্রাথমিক ফলাফলের ভিত্তিতে নিকটতম প্রতিদ্বন্দ্বী বামপন্থী এনরিকো লেট্টার চেয়ে অন্তত ২৬ শতাংশ ভোটে মেলোনি জয়ী হবেন বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
অধিকাংশ বুথ ফেরত সমীক্ষার ফলাফলে মেলোনির জয়লাভের সম্ভাবনা জোরালো হয়েছে।
সোমবার সকালে সমর্থকদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, "অনেকের জন্য গর্বের রাত ছিল এটি; মুক্তির রাত। এই জয় সকলকে উৎসর্গ করতে চাই। ইতালির মানুষ আমাদের সমর্থন দিয়েছেন। আমরা তাদের ঠকাবো না।"
ইতালির অভ্যন্তরীণ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মেলোনির ব্রাদার্স অফ ইতালি দলের নেতৃত্বাধীন ডানপন্থী জোটের সরকার অন্তত ৪৪ শতাংশ ভোটে জয়ী হতে পারে। অন্যদিকে, বিভিন্ন বুথ ফেরত সমীক্ষার ফলাফল অনুযায়ী, ২২ থেকে ২৬ শতাংশ ভোটে জিততে পারেন মেলোনি।
তবে শেষ পর্যন্ত ইতালির পরবর্তী নেতা কে হবেন সে সিদ্ধান্ত নেবেন দেশটির রাষ্ট্রপতি। এবং এতে কিছুদিন সময় লাগবে।
'ঈশ্বর, দেশ ও পরিবার'- এই স্লোগানকে সামনে রেখে ভোটের প্রচারণা চালিয়েছিলেন মেলোনি। তাতে দেশের জনগণ সাড়া দিয়েছে বলে দাবি তার।
উল্লেখ, সম্প্রতি ইতালির প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন মারিও দ্রাঘি। জোট সরকারের আস্থা হারিয়ে তিনি পদত্যাগ করেছেন বলে জানা গেছে। এর পরপরই দেশে তৈরি হওয়া অনিশ্চয়তার পরিপ্রেক্ষিতে গতকাল নির্বাচন অনুষ্ঠিত হয় ইতালিতে।
- সূত্র: বিবিসি