জাপানের ওপর দিয়ে ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়লো উত্তর কোরিয়া
জাপানের ওপর দিয়ে মাঝারি পাল্লার একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে উত্তর কোরিয়া। স্থানীয় সময় মঙ্গলবার (৪ অক্টোবর) ভোরে ক্ষেপণাস্ত্র ছোঁড়ার ঘটনায় হোক্কাইডো দ্বীপের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যেতে সতর্কতা জারি করে জাপান সরকার।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্রটি জাপানের ভূখণ্ডের ওপর দিয়ে প্রশান্ত মহাসাগরে গিয়ে পড়েছে। এ সময় জনসাধারণের নিরাপত্তার জন্য দ্বীপের ট্রেন চলাচল ও ফ্লাইটের সময়সূচি সাময়িকভাবে স্থগিত করা হয়।
২০১৭ সালের পর জাপানের ওপর দিয়ে উত্তর কোরিয়ার প্রথমবারের মতো ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করলো। যদিও জাতিসংঘ উত্তর কোরিয়াকে সব ধরনের ব্যালিস্টিক ও পারমাণবিক অস্ত্র পরীক্ষা থেকে নিষিদ্ধ করেছে।
স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৭টা ২৯ মিনিটে জাপান সরকারের জারি করা সতর্কবার্তায় বলা হয়, "উত্তর কোরিয়া একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে বলে মনে করা হচ্ছে। দয়া করে ভবনের ভেতরে বা ভূগর্ভস্থলে আশ্রয় নিন।"
জাপানের কর্মকর্তারা জানান, ক্ষেপণাস্ত্রটি জাপান থেকে প্রায় ৩ হাজার কিলোমিটার (১ হাজার ৮৬০ মাইল) দূরে প্রশান্ত মহাসাগরে গিয়ে পড়েছে। এতে এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা উত্তর কোরিয়ার এমন আচরণের তীব্র নিন্দা জানিয়েছেন। আরেক দেশের ভূখণ্ডের ওপর দিয়ে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের এই ঘটনাকে তিনি 'হিংসাত্মক আচরণ' বলে অভিহিত করেন।
এ ঘটনায় জাতীয় নিরাপত্তা পরিষদের একটি বৈঠকও ডেকেছে জাপান সরকার।
এদিকে, উত্তর কোরিয়ার এমন আচরণকে 'দুর্ভাগ্যজনক' বলে অভিহিত করে পূর্ব এশিয়ায় নিয়োজিত মার্কিন কূটনীতিক ড্যানিয়েল ক্রিটেনব্রিঙ্ক যুক্তরাষ্ট্রের হয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন।
জাপান, মার্কিন যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়া গত সপ্তাহের শুরুতে ত্রিপক্ষীয় এক সামরিক মহড়ার আয়োজন করেছিল। বিশেষজ্ঞদের ধারণা, ক্ষেপণাস্ত্র ছুঁড়ে ওই মহড়ার প্রতিক্রিয়াই জানিয়েছে পিয়ংইয়ং।
গত এক সপ্তাহের মধ্যে পিয়ংইয়ংয়ের এটি পঞ্চম ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ। শনিবার (১ অক্টোবর) উত্তর কোরিয়ার ছোঁড়া আরও দুটি রকেট জাপানের এক্সক্লুসিভ ইকোনমিক জোনের কাছাকাছি এসে পড়ে।
ব্যাপক আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও ২০০৬ থেকে ২০১৭ সালের মধ্যে ৬টি পারমাণবিক পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া।
- সূত্র: বিবিসি