চুল কেটে ইরানি নারীদের সঙ্গে সংহতি জানালেন ইইউ পার্লামেন্টের সুইডিশ আইনপ্রণেতা
ইরানে সরকারবিরোধী বিক্ষোভের সাথে সংহতি জানিয়ে নিজের চুল কেটে ফেলেছেন ইউরোপীয় পার্লামেন্টের সুইডিশ সদস্য আবির আল-সাহলানি। মঙ্গলবার (০৪ অক্টোবর) ফ্রান্সের স্ট্রাসবার্গে অবস্থিত পার্লামেন্টে ইউরোপীয় ইউনিয়নের এক সম্মেলনে বক্তৃতা প্রদানকালে এই সংহতি প্রদর্শন করেন তিনি।
ইরাকি বংশোদ্ভূত এমইপি (মেম্বার অভ ইউরোপীয় পার্লামেন্ট) সাহলানি বলেন, 'ইরান যতদিন না মুক্ত হচ্ছে, নিপীড়কদের চেয়ে আমাদের ক্রোধ বড় হবে। ইরানের নারীরা যতদিন না মুক্ত হচ্ছেন, ততদিন আমরা আপনাদের পাশে থাকব।'
এ বক্তব্য রেখেই তিনি একটি কাঁচি বের করে তার চুল কাটতে কাটতে কুর্দি ভাষায় উচ্চারণ করেন 'জিন, জিয়ান, আজাদি', যার বাংলা তর্জমা দাঁড়ায় 'নারী, জীবন, মুক্তি'।
ইরানের নৈতিকতা পুলিশের হেফাজতে থাকা অবস্থায় মাহসা আমিনির (২২) মৃত্যু সাড়া জাগিয়েছে বিশ্বে। ইরানের নারীরা প্রতিবাদস্বরূপ নিজেদের চুল কেটে ফেলছেন, হিজাব পোড়াচ্ছেন। হাজার হাজার ইরানি নারী বিক্ষোভে সামিল হতে নেমেছেন রাজপথে।
তাদের সাথে সংহতি জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এসে চুল কাটছেন অন্যান্য দেশের নারীরা। এক্ষেত্রে পিছিয়ে নেই বিশ্বখ্যাত তারকারাও। জুলিয়েট বিনোশ এবং ইজাবেল হাপার্টের মতো খ্যাতিমান ফরাসী অভিনেত্রীরাও মাহসা আমিনির মৃত্যুর প্রতিবাদে চুল কেটে ফেলেছেন।
মাহসার মৃত্যুর পর সবচেয়ে বড় অস্থিরতার মুখে পড়েছেন দেশটির ধর্মীয় শাসকেরা। এই মৃত্যুর জের ধরে শুরু হওয়া প্রতিবাদ লন্ডন, প্যারিস, রোম এবং মাদ্রিদসহ বিশ্বের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছে।
সূত্র: রয়টার্স