পশ্চিমের বাণিজ্যিক স্যাটেলাইটগুলো হতে পারে পরবর্তী লক্ষ্যবস্তু: রুশ কর্মকর্তা
ইউক্রেনের যুদ্ধে জড়িয়ে পড়লে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বাণিজ্যিক স্যাটেলাইটগুলো রাশিয়ার লক্ষ্যে পরিণত হতে পারে বলে জানিয়েছেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন সিনিয়র কর্মকর্তা। খবর রয়টার্সের।
রাশিয়ার নন-প্রোলিফারেশন অ্যান্ড আর্মস কন্ট্রোল ডিপার্টমেন্টের ডেপুটি ডিরেক্টর কন্সট্যান্টিন ভরোনস্তভের উদ্ধৃতি দিয়ে দেশটির গণমাধ্যম তাশ জানিয়েছে, "প্রতিশোধ নেওয়ার জন্য রাশিয়া পশ্চিমা দেশগুলোর অর্ধ-বেসামরিক অবকাঠামোকে লক্ষ্য করতে পারে।"
"সশস্ত্র যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের বাণিজ্যিক এবং বেসামরিক মহাকাশ অবকাঠামোগুলোর সম্পৃক্ততার বিষয়ে বলছি আমরা," বলেন তিনি।
ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ কয়েক হাজার মানুষকে হত্যার পাশাপাশি কোভিড-পরবর্তী সময়ে বিশ্ব অর্থনীতির পুনরুদ্ধারকে ব্যাহত করেছে। ১৯৬২ সালের কিউবান ক্ষেপণাস্ত্র সংকটের পর থেকে পশ্চিমের সাথে সবচেয়ে গুরুতর সংঘর্ষের সূত্রপাত করেছে এ যুদ্ধ।