সোভিয়েত আমলের পুরনো গাড়ির ব্র্যান্ড ফিরিয়ে আনছে রাশিয়া
রাশিয়ায় রেনল্টের সাবেক কারখানায় আবারো উৎপাদন শুরু করেছে রাশিয়া। ইউক্রেনে সামরিক অভিযানের পর রেনল্ট কারখানাটি ছেড়ে চলে যায়, যা তারপরেই রাশিয়ার সরকার নিজেদের আয়ত্ত্বে নিয়ে আসে। খবর বিবিসির।
ট্রাক উৎপাদনকারী কোম্পানি কামাজ জানিয়েছে আগামী মাসেই তারা নতুনভাবে উৎপাদিত গাড়িগুলো বাজারে নিয়ে আসতে যাচ্ছে। সোভিয়েত যুগের মস্কভিচ ব্র্যান্ডের গাড়িগুলো পুনরায় তারা বাজারে আনবে, যদিও গাড়ির ডিজাইনের আধুনিকায়ন করা হয়েছে।
অন্যান্য পশ্চিমা কোম্পানিগুলোর মতো রেনল্টও ইউক্রেন আক্রমণের পর রাশিয়া ছেড়ে চলে গিয়েছে, যাদের মধ্যে রয়েছে ম্যাকডোনাল্ডস এবং স্টারবাকসের মতো নাম। ইউক্রেন আক্রমণের শাস্তি হিসেবে পশ্চিমারা রাশিয়াকে একঘরে করে রাখার জন্য অবরোধ আরোপ করেছে, যার ফলে বিদেশি অনেক পণ্য বা কাঁচামাল রাশিয়ায় ভেতরে ঢুকতে পারছে না।
রয়টার্সের তথ্য অনুযায়ী, জুলাই মাসে কামাজ কোম্পানি কারখানাটির প্রযুক্তিগত সহযোগী হিসেবে চুক্তিবদ্ধ হয়। রুশ সরকারের সাথে চীনা গাড়িনির্মাতা কোম্পানি জেএসি চুক্তিবদ্ধ হয়ে এই গাড়ি উৎপাদনে কাজ করছে। প্রেজ রিলিজে কামাজ জানায়, রুশ সাপ্লাইয়ারদের জন্য কারখানাটিকে একটি ভিত্তি হিসেবে গড়ে তুলতে চায় তারা, তবে উৎপাদন সীমিতই থাকবে বলে জানায় তারা।
কামাজের সূত্র অনুযায়ী, বছরের শেষ পর্যন্ত তারা ৬০০টি গাড়ি উৎপাদন করার আশা করছে। এছাড়াও ২০২৪ সালের মধ্যে তারা ১ লক্ষ গাড়ি উৎপাদনের লক্ষ্য নিয়ে কাজ করছে, যেগুলোর মধ্যে বেশ কিছু ইলেক্ট্রিক গাড়িও থাকবে। একটি সাধারণ গাড়ি নির্মাণ কারখানা হিসেবে গাড়ির সংখ্যা বেশ কমই বলা যায়। তবে রাশিয়ার গাড়ি উৎপাদন সামগ্রিকভাবেই কমে গিয়েছে। রয়টার্সের তথ্য অনুযায়ী, আধুনিক রাশিয়ার ইতিহাসে এই প্রথমবার বছরে দশ লক্ষেরও কম গাড়ি বিক্রি হতে পারে।