ইউক্রেন যুদ্ধে ‘বিরক্ত’ রুশদের গুপ্তচর হিসেবে নিয়োগ দিতে খুঁজছে সিআইএ
সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির ডেপুটি ডিরেক্টর ডেভিড মার্লো গত সপ্তাহে জানিয়েছেন ইউক্রেন যুদ্ধের জন্য বিরক্ত রুশদেরকে গুপ্তচর হিসেবে নিয়োগ দেওয়ার জন্য খুঁজছে সিআইএ। খবর বিজনেস ইনসাইডারের।
ভার্জিনিয়ার জর্জ ম্যাসন বিশ্ববিদ্যালয়ের হেইডেন সেন্টারে মার্লো পুতিনের বিষেদাগার করে বলেন, "ইউক্রেন যুদ্ধ শুরুর আগে পুতিন তার সেরা সময়ে ছিল, কারণ তার হাতে যেকোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ছিল। কিন্তু পুতিন তার এই ক্ষমতার প্রতিটি কণার অপব্যবহার করেছে।"
"আমরা সারা বিশ্বজুড়ে এমন রুশদেরকে খুঁজছি যারা পুতিনের এসব কার্যকলাপের জন্য আমাদের মতোই বিরক্ত। আমরা ব্যবসা করার জন্য উন্মুক্ত।"
ডেভিড মার্লোর এই বক্তব্য প্রথম উঠে আসে ওয়াল স্ট্রিট জার্নালের পাতায়, যার সাথে সিআইএ-র সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তাদের বক্তব্যের মিল পাওয়া যায়। তাদের মতে ইউক্রেনের সাথে রাশিয়ার এই যুদ্ধ গুপ্তচর নিয়োগের রাস্তা সহজ করে দিয়েছে। অসন্তুষ্ট সামরিক অফিসার, রাশিয়া থেকে পালিয়ে যাওয়া নাগরিক কিংবা অলিগার্ক যারা যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে, এমন ব্যক্তিদের গুপ্তচর হিসেবে নিয়োগ দেওয়া সম্ভব।
ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআই৫-এর ডিরেক্টর গত সপ্তাহে জানান যে, এই বছর ইউরোপীয় দেশগুলো ৪০০ রুশ কর্মকর্তাকে গুপ্তচর হওয়ার সন্দেহে বহিষ্কার করেছে। তারপরেই সিআইএ ডেপুটি ডিরেক্টর এই মন্তব্য করেন। এমআই৫-এর ডিরেক্টর জেনারেল কেন ম্যাকক্যালাম ইউক্রেন যুদ্ধে রুশ ইন্টেলিজেন্সের বিরুদ্ধে এমআই৫-এর কার্যকর ভূমিকার জন্য প্রতিষ্ঠানটির প্রশংসা করেছেন। তার মতে, সাম্প্রতিক ইউরোপীয় ইতিহাসে সবচেয়ে কৌশলী আঘাত করতে সক্ষম হয়েছে তারা।
২০২১ সালের জুন মাসে ডেভিড মার্লোকে ডেপুটি ডিরেক্টর হিসেবে নিয়োগ করে ডিরেক্টর উইলিয়াম বার্নস। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, মার্লোর সবচেয়ে জটিল ও বড় পরিস্থিতি সামলানোর অভিজ্ঞতা রয়েছে, এমনকি যুদ্ধক্ষেত্রেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার।