ইতালির জনসংখ্যা আশঙ্কাজনক হারে কমছে, কিন্তু বাড়ছে প্রবীণ জনগোষ্ঠীর সংখ্যা
বর্তমানে ইতালির জনসংখ্যা পাঁচ কোটি ৯০ লাখেরও নিচে নেমে গেছে। এছাড়া ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অন্যান্য দেশের তুলনায় দেশটিতে প্রবীণ জনগোষ্ঠীর সংখ্যা দ্রুত হারে বাড়ছে। দেশটির জাতীয় পরিসংখ্যান সংস্থা ইস্তাত সোমবার (৫ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে। খবর ইউরোনিউজ-এর।
কয়েক দশক ধরে স্থবির থাকা ইতালির অর্থনীতির জন্য এমন সঙ্কুচিত ও বয়স্ক জনসংখ্যা বেশ বড়সড় উদ্বেগের বিষয়। এমনটা চলতে থাকলে উৎপাদনশীলতা হ্রাসসহ অপেক্ষাকৃত উদ্ভাবনের হার কমে যাওয়া ও উচ্চতর কল্যাণ তহবিলের মতো অন্যান্য বিষয়ে নেতিবাচক প্রভাব পড়বে।
ইস্তাত-এর সভাপতি জিয়ানকার্লো ব্লাঙ্গিয়ার্দো রাজধানী রোমে একটি সংসদীয় শুনানিতে বলেছেন, 'প্রাথমিক তথ্য অনুযায়ী, ২০২২ সালের পহেলা জানুয়ারি পর্যন্ত জনসংখ্যা (আবাসিক) পাঁচ কোটি ৮৯ লাখ নয় হাজার ৮৩ তে নেমে এসেছে।'
জাতীয় জনসংখ্যা ২০১৪ সাল থেকে ক্রমাগতভাবে কমছে বলে জানান দেশটির প্রখ্যাত জনসংখ্যা বিশেষজ্ঞ ব্লাঙ্গিয়ার্দো জানান। এই সাত বছরে ১৩ লাখ ৬০ হাজারেরও বেশি বাসিন্দা কমেছে।
তিনি বলেন, 'আমাদের দেশের মানুষের আয়ুষ্কাল উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। একইসাথে জন্মহার একই হারে হ্রাস পেয়েছে। যার ফলে ইউরোপের অন্যান্য দেশের তুলনায় বয়স্ক জনসংখ্যা দ্রুত বাড়ছে।'
ইস্তাত-এর হিসাব অনুযায়ী, ২০৫০ সালে ইতালির জনসংখ্যা পাঁচ কোটি ৪২ লাখে এবং ২০৭০ সাল নাগাদ চার কোটি ৭৭ লাখে নেমে আসতে পারে।
জনসংখ্যার এই দশাকে বেশ গুরুত্ব দিয়ে দেখছে দেশটির জর্জিয়া মেলোনির সরকার। এ সমস্যা মোকাবিলাকে সবার শীর্ষে রেখে আগামী বছর (২০২৩) শিশুর যত্ন সংক্রান্ত পণ্যের ওপর কর কমানোর পরিকল্পনা প্রকাশ করেছে এই নতুন ডানপন্থী সরকার।