আরব আমিরাতে পাসপোর্টমুক্ত ভ্রমণের পরীক্ষামূলক ব্যবহার শুরু
বিমানবন্দরে পাসপোর্টের পরিবর্তে বায়োমেট্রিক্স প্রযুক্তির পরীক্ষামূলক ব্যবহার শুরু করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। রাজধানীর আবুধাবি বিমানবন্দরে এই পরীক্ষা চালু হয় বলে জানায় অ্যারাবিয়ান বিজনেস।
আবুধাবিভিত্তিক প্রযুক্তি কোম্পানি নেক্সট৫০-এর অধীনে গৃহীত এই প্রকল্পের উদ্দেশ্য হলো, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে বিমানবন্দরে চেক-ইন দ্রুততর করা এবং পাসপোর্টের প্রয়োজনীয়তা দূর করা।
দেশটির বায়োমেট্রিক্স পরিকল্পনা
প্রকল্পটি সফলভাবে সম্পন্ন হলে যাত্রীরা অপ্রয়োজনীয় যোগাযোগ এড়াতে পারবেন এবং তাদের ভ্রমণ অভিজ্ঞতা আরও সুবিধাজনক, সহজতর এবং স্বাস্থ্যকর হবে। এছাড়াও যাত্রীদের অপেক্ষার সময় কমে আসবে এবং তাদের লম্বা সারি তৈরি হবে না।
বায়োমেট্রিক্স পদ্ধতির এই সিস্টেমটিতে যাত্রীদের তথ্য ও বিবরণ যাচাইয়ের জন্য হাই-টেক বায়োমেট্রিক ক্যামেরার ব্যবহার করা হবে। তার পাশাপাশি বিমানবন্দরে আরও থাকবে কিছু টাচপয়েন্ট যেখানে সেল্ফ-সার্ভিস ব্যাগেজ ড্রপ, পাসপোর্ট কন্ট্রোল, বিজনেস ক্লাস লাউঞ্জ এবং বোর্ডিং গেইটের ব্যবস্থা থাকবে।
আশা করা হচ্ছে, একবার প্রকল্পটি সম্পূর্ণরূপে বাস্তবায়িত হলে, এটি মধ্যপ্রাচ্যের একমাত্র বিমানবন্দর হবে যেখানে সকল গ্রাহক টাচপয়েন্ট জুড়ে বায়োমেট্রিক্স ব্যবস্থা থাকবে। এতে যাত্রীদের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করা যাবে যা আবুধাবি বিমানবন্দরের বিশ্বের সবচেয়ে প্রযুক্তি-চালিত বিমানবন্দরের অপারেটর হওয়ার স্বপ্নকে আরেক ধাপ এগিয়ে নিয়ে যাবে।
নেক্সট৫০-এর প্রধান নির্বাহী কর্মকর্তা ইব্রাহিম আল মানাঈ বলেন, 'আমিরাতের ডিজিটাল ট্রান্সফরমেশন ভিসন-এর অংশ হিসেবে রাজধানীর অত্যাধুনিক আন্তর্জাতিক বিমানবন্দরে বায়োমেট্রিক্স প্রকল্পের নেতৃত্ব দিতে পেরে আমরা উচ্ছ্বসিত।'
প্রকল্পটি ফ্রান্স-ভিত্তিক বহুজাতিক প্রযুক্তি কোম্পানি আইডিইএমআইএ এবং সুইজারল্যান্ড-ভিত্তিক এসআইটিএ এবং নেক্সট৫০-এর সহযোগে চালিত হচ্ছে।
বায়োমেট্রিক প্রযুক্তিগুলোতে আছে স্মার্ট ক্যামেরা যার মাধ্যমে যাত্রীর মুখমণ্ডলের ছবি ধারণ করা হবে এবং যাচাই করে তাদের ভ্রমণের জন্য অনুমতি প্রদান করবে। যাত্রীদের এই একই তথ্য ব্যবহৃত হবে বিমানে ওঠার আগে। এতে করে সেখানে তাদের আরেকবার প্রয়োজনীয় দলিলাদি দেখানোর ঝামেলা পোহাতে হবে না।
আবুধাবি বিমানবন্দরের মহাব্যবস্থাপক জামাল সালেম আল ধাহেরি বলেন, 'বিমানবন্দরে উন্নত বায়োমেট্রিকস পদ্ধতি চালু করার এই প্রথম ধাপ ভবিষ্যতে উদ্ভাবন এবং প্রযুক্তি ব্যবহার করে আরও কার্যকরী, সুবিধাজনক এবং চমৎকার পরিষেবা সম্বলিত বিমানবন্দর তৈরিতে আমাদের অঙ্গীকারকে আরও দৃঢ় করে।'
'প্রকল্পটি চূড়ান্তভাবে বাস্তবায়িত হলে, আবুধাবি বিশ্বের প্রথম বিমানবন্দর হবে যেখানে প্রতিটি টাচপয়েন্টে বায়োমেট্রিকস পদ্ধতি অন্তর্ভুক্ত করা হবে, যা যাত্রীদের নির্বিঘ্ন, নিরাপদ এবং নিরাপদ যাত্রী অভিজ্ঞতা প্রদান করবে,' যোগ করেন তিনি।
এসআইটিএ-এর মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার প্রেসিডেন্ট হানি এল আসাদ বলেন, "এই উদ্যোগটি নির্ভেজাল ভ্রমণের জন্য 'স্মার্ট পন্থা'র সম্ভাবনা প্রদর্শন করে যেখানে একজন যাত্রীর মুখমন্ডল তাদের বোর্ডিং পাসে পরিণত হয়।"