ইউরোপের কোন দেশ সবচেয়ে বেশি মদ্যপান করে?
বিশ্বে সবচেয়ে বেশি মদ্যপান করে ইউরোপীয়রা। প্রতি বছর ইউরোপে ১৫ বছর ও তার বেশি বয়সি ব্যক্তিরা গড়ে সাড়ে ৯ লিটার নিখাদ মদ পান করে—যা ১৯০ লিটার বিয়ার, ৮০ লিটার ওয়াইন বা ২৪ লিটার স্পিরিটের সমান। খবর ইউরোনিউজ-এর।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ২০২১ ইউরোপিয়ান স্বাস্থ্য প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
সবচেয়ে বেশি মদ্যপান করে পশ্চিম ইউরোপের মানুষ। বিশ্বে সবচেয়ে বেশি মদ পানকারী ১০ দেশের মধ্যে ৯টিই ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) অবস্থিত।
২০১৯ সালে সালে ইইউয়ের ৮.৪ শতাংশ (১৫ বছর বা তার বেশি বয়সি) মানুষ প্রতিদিন মদ্যপান করতেন, ২৮.৮ শতাংশ সপ্তাহে একদিন ও ২২.৮ শতাংশ প্রাপ্তবয়স্ক মাসে একবার মদ্যপান করতেন। আর ২৬.২ শতাংশ কখনও মদ্যপান করেননি কিংবা আগের ১২ মাসে মদ্যপান করেননি বলে জানান।
ইইউভুক্ত দেশগুলোতে নারীদের চেয়ে পুরুষরা বেশি মদ্যপান করেন। ইইইউয়ের ১৩ শতাংশ পুরুষের বিপরীতে ৪.১ শতাংশ নারী প্রতিদিন মদ্যপান করেন।
ইউরোপের কোন দেশ সবচেয়ে বেশি মদ্যপান করে?
সারা বিশ্বেই ইউরোপের দেশগুলোর বাসিন্দারা সবচেয়ে বেশি মদ্যপান করেন। ইউরোপের শীর্ষ মদ্যপানকারী দেশগুলোই তাই স্বাভাবিকভাবে বিশ্বের সবচেয়ে বেশি মদ্যপানকারী দেশ।
২০১৯ সালে ইউরোপে মাথাপিছু সবচেয়ে বেশি মদ পান করা ১০ দেশ ছিল—চেক প্রজাতন্ত্র, লাটভিয়া, মলডোভা, জার্মানি, লিথুয়ানিয়া, আয়ারল্যান্ড, স্পেন, বুলগেরিয়া, লুক্সেমবার্গ ও রোমানিয়া।
আর ইউরোপীয় অঞ্চলে (শুধু ইইউ নয়) মাথাপিছু সবচেয়ে কম মদ্যপান করা ১০ দেশ ছিল—তাজিকিস্তান, আজারবাইজান, তুরস্ক, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, ইসরায়েল, আর্মেনিয়া, কাজাখস্তান, আলবেনিয়া ও উত্তর মেসিডোনিয়া।
বস্তুত ইইউভুক্ত কোনো দেশেই বার্ষিক মাথাপিছু ৫ লিটারের কম নির্ভেজাল অ্যালকোহল পান করা হয় না। আদতে ইইউয়ের মাত্র পাঁচটি দেশের মাথাপিছু বার্ষিক নির্ভেজাল মদ্যপানের পরিমাণ ১০ লিটারের কম: ইতালি (৮ লিটার), মাল্টা (৮.৩), ক্রোয়েশিয়া (৮.৭), সুইডেন (৯) ও নেদারল্যান্ডস (৯.৭)।