তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ২০,০০০ ছাড়াতে পারে: জাতিসংঘ
তুরস্ক ও সিরিয়ার সীমান্তবর্তী এলাকায় সোমবার (৬ ফেব্রুয়ারি) ভয়াবহ ভূমিকম্পে এখন পর্যন্ত ৪৮০০ জনের বেশি মানুষ নিহতের খবর পাওয়া গেছে, খবর বিবিসির।
সোমবার দিনের শুরুতে তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলের গাজিয়ানতেপে সিরিয়া সীমান্তের কাছে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এরপর একই দিনে ৭ দশমিক ৫ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে।
সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদন থেকে জানা যায়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপ অঞ্চলের সিনিয়র ইমার্জেন্সি অফিসার ক্যাথেরিন স্মলউড বলেছেন, ভয়াবহ এ ভূমিকম্পে মৃতের সংখ্যা ২০,০০০ ছাড়াতে পারে। মৃতের সংখ্যা যখন আনুমানিক ২৬০০ এর মতো ছিল, তখন সংবাদ সংস্থা এএফপিকে ক্যাথেরিন বলেছিলেন, "ভূমিকম্পের ফলে আরও ধসের সম্ভাবনা রয়েছে, তাই প্রাথমিকভাবে হতাহতের যা হিসাব পাওয়া যায়, সত্যিকারে তার চেয়ে প্রায় আটগুণ বেশি থাকে।"
"ভূমিকম্পে আমরা সবসময় এটাই দেখি; দুর্ভাগ্যবশত, ভূমিকম্পের পরবর্তী সপ্তাহের মধ্যেই হতাহতের সংখ্যা প্রাথমিক অনুমানের চেয়ে উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে", আরও যোগ করেন ক্যাথেরিন।
ভূমিকম্পে তুরস্কের শহরগুলোর অনেক আবাসিক এলাকাই এখন লণ্ডভণ্ড । অন্যদিকে, যুদ্ধের কারণে উদ্বাস্তু লাখ লাখ সিরীয় নাগরিকের দুর্ভোগও উঠেছে চরমে।
প্রচণ্ড শীতের মধ্যে এ দুর্যোগ আঘাত হানায়, মানবিক বিপর্যয়ের শঙ্কাও রয়েছে। তবে উদ্ধারকর্মীরা তাদের উদ্ধার অভিযান অব্যহত রেখেছেন।