তুরস্কের দেওয়া ত্রাণই তুরস্ককে ভূমিকম্পের ত্রাণ হিসেবে পাঠাল পাকিস্তান!
ভয়াবহ বন্যার সময় তুরস্ক পাকিস্তানকে ত্রাণ পাঠিয়েছিল। এবার ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কে সেই ত্রাণ পাঠিয়ে বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েছে পাকিস্তান।
এক সাংবাদিকের বরাত দিয়ে ভারতের জিনিউজ জানিয়েছে, পাকিস্তানি কর্তৃপক্ষ ত্রাণের বাক্স বাইরে থেকে বদলালেও ভেতরে দেওয়া বাক্সগুলো পরিবর্তন করতে ভুলে গিয়েছিলেন। এর ফলে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়কে বিষয়টি অবহিত করেছে কনস্যুলেট জেনারেল। এ ঘটনায় দেশটির গণমাধ্যমগুলো হতাশা প্রকাশ করেছে।
পূর্ববর্তী ব্যর্থতার পর নতুন এ ঘটনা প্রকাশ্য আসায় পাকিস্তান সরকার নতুন করে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হলো। দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের ভূমিকম্পে বিধ্বস্ত এলাকা পরিদর্শনের কথা থাকলেও আঙ্কারার পরামর্শে তা বাতিল করতে হয়।
তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পের দুই দিন পর শেহবাজ ও তার পররাষ্ট্রমন্ত্রীর তুরস্ক ভ্রমণ করার কথা ছিল। কিন্তু অর্থনৈতিক এ সংকটের সময় জনগণের অর্থ ব্যয় করে আন্তর্জাতিক ভ্রমণের এ পরিকল্পনা সমালোচিত হয় পাকিস্তানে।
তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্প ক্ষতিগ্রস্তদের সহায়তা করতে বিশ্বের অনেক দেশ এগিয়ে এসেছে। স্মরণকালের অন্যতম ভয়াবহ এ ভূমিকম্পে প্রাণহানি এখন পর্যন্ত মোট ৪৬,০০০ ছাড়িয়েছে।