দুই সপ্তাহ পর তুরস্কের হাতায় প্রদেশে আঘাত হানলো ৬.৪ মাত্রার ভূমিকম্প
সোমবার দিনের শেষদিকে তুরস্ক ও সিরিয়ার সীমান্তবর্তী এলাকায় ৬.৪ মাত্রার আরেকটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে তুরস্কের আন্তাকিয়া শহরের অনেক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, বাসিন্দাদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর খালিজ টাইমসের
দুই সপ্তাহ আগে ৬ ফেব্রুয়ারিতে তুরস্ক ও সিরিয়ায় স্মরণকালের মধ্যে ভয়াবহতম দুটি ভূমিকম্প আঘাত হানে। এরমধ্যে সবচেয়ে শক্তিশালীটি ৭.৮ মাত্রার ছিল। তুরস্কের দুর্যোগ ব্যবস্থা কর্তৃপক্ষ এএফএডি জানিয়েছে, সোমবারের নতুন ভূমিকম্পটি দক্ষিণের হাতায় প্রদেশে আঘাত হেনেছে।
৬ ফেব্রুয়ারির ভূমিকম্পের পর থেকে এপর্যন্ত তুরস্কে ৬ হাজারের বেশি 'আফটার শক' অনুভূত হয়েছে। প্রবল ওই বিপর্যয়ে শুধু তুরস্কেই মৃতের সংখ্যা ৪১ হাজার ১৫৬ জন। এখনও নিখোঁজ অগণিত মানুষ। যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় মানুষের দুর্ভোগ আরো অবর্ণনীয়। এরমধ্যেই নতুন এই ভূমিকম্প আঘাত হানলো।
ভূকম্পনের পরপরই আন্তাকিয়ায় উদ্ধার কাজ বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। কিন্তু, উদ্ধারকারী দলগুলো এরপরেও বিধ্বস্ত ভবনের ধবংসাবশেষে আটকে পড়া মানুষের সন্ধান চালিয়ে যাচ্ছে। ৬ ফেব্রুয়ারির ভূমিকম্পে আন্তাকিয়া শহরের অনেক ভবন বিধ্বস্ত হয়। সোমবারের ভূমিকম্পে নতুন করে অনেক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রত্যক্ষদর্শীদের বরাতে জানাচ্ছে বার্তাসংস্থা রয়টার্স।