গ্রিসে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩৬ জনের মৃত্যু, আহত বহু
মঙ্গলবার গভীর রাতে গ্রিসে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩৬ জন নিহত হয়েছে; দুর্ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ৮৫ জন। তবে দুর্ঘটনার কারণ এখনও অস্পষ্ট বলে জানিয়েছে দেশটির ফায়ার ব্রিগেড কর্তৃপক্ষ।
এথেন্স থেকে দেশটির উত্তরাঞ্চলীয় শহর থেসালোনিকিগামী একটি যাত্রীবাহী ট্রেনের সঙ্গে থেসালোনিকি থেকে লারিসাগামী একটি পণ্যবাহী ট্রেনের সংঘর্ষ হয়। খবর রয়টার্সের।
থেসালি অঞ্চলের গভর্নর কনস্টান্টিনোস অ্যাগোরাস্তোস স্থানীয় এক গণমাধ্যমকে বলেন, "সংঘর্ষটি খুবই তীব্র ছিল।"
তিনি জানান, যাত্রীবাহী ট্রেনটির প্রথম চার বগি লাইনচ্যুত হয়েছে; সংঘর্ষের পর আগুন ধরে যাওয়ায় প্রথম বগিদুটি পুরো ধ্বংস হয়ে গেছে।
ইতিমধ্যে ট্রেনের ২৫০ যাত্রীকে বাসে করে নিরাপদে থেসালোনিকিতে সরিয়ে নেওয়া হয়েছে।
দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী এবং যাত্রীদের একজন জানান, নিজের স্যুটকেস দিয়ে ট্রেনের জানালা ভেঙে তিনি পালিয়ে যেতে সক্ষম হন।
অ্যাঞ্জেলোস সিয়ামুরাস নামে আরেক যাত্রী বলেন, "মনে হচ্ছিল যেন ভূমিকম্প হচ্ছে।"
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ট্রেনটিতে অন্তত ৩৫০ জন যাত্রী ছিলেন। স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এটি এথেন্স থেকে রওনা দেয়। মঙ্গলবার মধ্যরাতের কিছুক্ষণ আগে ফায়ার ব্রিগেডকে দুর্ঘটনার খবর জানানো হয়।
দুর্ঘটনার শিকার যাত্রীবাহী ট্রেনটি ইতালীয় একটি প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত হয়। এর ওয়েবসাইটে বলা আছে, গ্রিসে যাত্রী ও পণ্যবাহী রেল পরিবহনের তারাই প্রধান প্রভাইডার বা সরবরাহকারী এবং দিনে ৩৪২টি যাত্রীবাহী ও বাণিজ্যিক রুট পরিচালনা করে থাকে এরা।