মাত্র এক পাউন্ডে সিলিকন ভ্যালি ব্যাংকের যুক্তরাজ্য শাখা কিনল এইচবিসি
কোটি কোটি টাকার কারবার। তার হাতবদল হল মাত্র ১২৭ টাকায়! মাত্র ১ পাউন্ডের বিনিময়ে সিলিকন ভ্যালি ব্যাংকের (এসভিপি) ব্রিটেনের ব্যবসার অধিগ্রহণ করে নিল এইচএসবিসি। সোমবার (১৩ মার্চ) এক বিবৃতিতে এই ঘোষণা করেছেন এইচএসবিসি ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নোয়েল কুইন।
সাম্প্রতিক অতীতের অন্যতম বড় আর্থিক সঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছে সিলিকন ভ্যালি ব্যাংক। এই অধিগ্রহণের পর এইচএসবিসির প্রধান নির্বাহী জানিয়েছেন, ব্রিটেনে ব্যবসা বৃদ্ধির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে রোববার এসভিপি নিয়ে মার্কিন নিয়ন্ত্রকরা একটি বিবৃতি দেন। তাতে বলা হয়, আমানতকারীদের টাকা যাতে মার না যায়, তার ব্যবস্থা নেওয়া হচ্ছে। বাজার থেকে টাকা এনে, অথবা আমানত বিমার টাকা দিয়ে সবার প্রাপ্য মিটিয়ে দেওয়া হবে।
ইউরোপের সর্ববৃহৎ বাণিজ্যিক ব্যাংক এইচএসবিসি। তাদের মতে, সিলিকন ভ্যালি ব্যাংক ইউকে লিমিটেডের গত ১০ মার্চ পর্যন্ত প্রায় ৫.৫ বিলিয়ন পাউন্ডের ঋণ রয়েছে। সে তুলনায়, মোট আমানত প্রায় ৬.৭ বিলিয়ন পাউন্ডের। এইচএসবিসি-র হিসাব অনুযায়ী, এসভিপি ইউকে-র মোট বিক্রয়যোগ্য ইকুইটি ১.৪ বিলিয়ন পাউন্ডের কাছাকাছি হবে বলে মনে করা হচ্ছে।
ব্যাপার যা-ই হোক, এতে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলবেন আমানতকারী ও তহবিল গ্রহণকারীরা। সিলিকন ভ্যালি ব্যাংক মূলত প্রযুক্তি স্টার্টআপগুলিতে বিনিয়োগ করে। ফলে ব্যাংকটি বন্ধ হলে নতুন প্রযুক্তি সংস্থাগুলোরও সমস্যা হত।