হাইড পার্কে কুকুর ছেড়ে দিয়ে আবারও নিয়ম ভাঙলেন ঋষি সুনাক
আবারও নিয়ম ভেঙে চর্চায় এলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক। মধ্য লন্ডনের হাইড পার্কে নিজের পোষা কুকুরটিকে নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন ঋষি সুনাক, সঙ্গে ছিল তাঁর পরিবারও। কিন্তু সেখানেই উদ্যানের একটি নিয়মভঙ্গ করেছেন তিনি, খবর মেট্রো'র।
এক বছর বয়সী ল্যাব্রাডর প্রজাতির কুকুর নোভাকে নিয়ে পার্কে ঘুরতে গিয়েছিলেন ঋষি সুনাক। কিন্তু কুকুরটির গলায় কলার থাকলেও কোনো দড়ি বা বেল্টজাতীয় কিছু বাঁধা ছিল না। তাই এদিক-সেদিক দৌড়ে বেড়াচ্ছিল কুকুরটি। কিন্তু ঋষি সুনাক যেখানে ছিলেন, তার ঠিক পাশেই নিয়ম লেখা ছিল যে- পার্কে পোষা প্রাণী নিয়ে এলে তার গলায় 'লিশ' বাঁধা থাকা বাধ্যতামূলক। কিন্তু ব্রিটিশ প্রধানমন্ত্রী সে নিয়ম ভঙ্গ করেছেন।
স্থানীয় পুলিশের পক্ষ থেকে জানানো হয়, কুকুরটিকে এভাবে ঘুরতে দেখে তারা এক নারীকে উদ্যানের নিয়মাবলী জানান এবং কুকুরটির গলায় এরপর 'লিশ' বাঁধা হয়।
হাইড পার্কে ঘুরতে আসা টিকটকার লুসি ম্যাকডোনাল্ড কনো দেখতে পান যে, ঋষি সুনাকের ফক্স রেড ল্যাব্রাডরটি সার্পেন্টাইন লেকের পাশে ইতিউতি ঘুরে বেড়াচ্ছে। কুকুরটির গলায় 'লিশ' পরানোর আগেই তিনি এর একটি ভিডিও নিয়ে নেন এবং টিকটকে তা পোস্ট করেন। ভিডিওতে দেওয়া ক্যাপশনের পাশাপাশি তিনি আলাদা ক্যাপশনে আরও লেখেন- 'ঋষি সুনাক, দয়া করে আমার বিরুদ্ধে মানহানি মামলা দেবেন না। ধন্যবাদ।'
ভিডিওটি টিকটকে ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের অনেকের কটাক্ষের শিকার হয়েছেন ঋষি সুনাক। এর আগেও গাড়িতে সিট বেল্ট না বাঁধায় ব্রিটিশ প্রধানমন্ত্রীকে ১০০ পাউন্ড জরিমানা করেছিল ল্যাঙ্কাশায়ার পুলিশ। এবার পুনরায় নিয়ম ভাঙায় কেউ কেউ ট্রলও করেছেন ঋষি সুনাককে নিয়ে।