ইউক্রেনে পশ্চিমা বিশেষ বাহিনীর উপস্থিতির দাবি ফাঁস হওয়া নথিতে
চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিষয়ক সম্প্রতি ফাঁস হওয়া নথিগুলোর কয়েকটিতে দাবি করা হয়েছে ইউক্রেনের রণাঙ্গনে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের কিছু দেশের বিশেষ বাহিনীর উপস্থিতি রয়েছে। খবর বিবিসি'র।
গত এক বছর ধরে ইউক্রেনে পশ্চিমা বিশেষ বাহিনীর সদস্যদের উপস্থিতির কথা অনুমান করা হলেও এবার এ বিষয়ে নিশ্চিত হওয়া গেল।
২৩ মার্চের তারিখ দেওয়া ওই নথিগুলো অনুযায়ী, ইউক্রেনে সবচেয়ে বেশিসংখ্যক বিশেষ বাহিনীর সদস্য গিয়েছেন যুক্তরাজ্য থেকে। মোট ৫০ জন ব্রিটিশ বিশেষ বাহিনীর সদস্য ইউক্রেনে অবস্থান করছেন।
এছাড়া ন্যাটোভুক্ত দেশ লাটভিয়ার ১৭, ফ্রান্সের ১৫, যুক্তরাষ্ট্রের ১৪, এবং নেদারল্যান্ডের একজন বিশেষ বাহিনীর সদস্য ইউক্রেনে রয়েছেন।
অবশ্য ওসব নথিতে এ সদস্যরা ঠিক কোথায় অবস্থান করছেন এবং কী করছেন সেসব বিষয়ে কোনো তথ্য নেই।
বিশেষ বাহিনীর সদস্যসংখ্যা ইউক্রেনে কম থাকলেও এ যোদ্ধারা প্রকৃতিগতভাবেই যুদ্ধক্ষেত্রে ভীষণ কার্যকরী ভূমিকা রাখতে পারেন।
ইউক্রেনে পশ্চিমা কমান্ডোদের এ উপস্থিতি মস্কোকে একটি সুবিধাজনক অবস্থানে পৌঁছে দিয়েছে। কারণ সাম্প্রতিক মাসগুলোতে এটি দাবি করেছিল, রাশিয়া কেবল ইউক্রেন নয়, বরং ন্যাটোর বিরুদ্ধেও লড়ছে।
বিষয়টি নিয়ে কোনো মন্তব্য জানায়নি ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে গত মঙ্গলবার এক টুইটে এটি নথিগুলোকে 'মারাত্মক পর্যায়ের ভুল' হিসেবে দাবি করেছে।
তবে যুক্তরাষ্ট্রের পেন্টাগনের অনেক কর্মকর্তা ফাঁস হওয়া নথিগুলোতে আসল বলে জানিয়েছেন।
যুক্তরাজ্যের বিশেষ বাহিনীকে বিশ্বের সর্বশ্রেষ্ঠ বিশেষ বাহিনীগুলোর কাতারে অনায়াসে ফেলা যায়। মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীও প্রখ্যাত এবং এ বাহিনীগুলোর সদস্যদের নানা যুদ্ধে অংশগ্রহণের অভিজ্ঞতা রয়েছে।