সুদানে অভ্যুত্থান চেষ্টা: আধাসামরিক বাহিনীর সাথে সেনাবাহিনীর তুমুল সংঘর্ষ
সুদানে সেনাবাহিনীর সঙ্গে দেশটির প্রধান আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্স (আরএসএফ)- এর তুমুল সংঘর্ষ চলছে। নিরাপত্তার দায়িত্বে থাকা দুই বাহিনী দেশটির রাজধানী খার্তুমে ব্যাপক গোলাগুলি ও বিস্ফোরণে জড়িয়ে পড়েছে। খবর রয়টার্সের
আরএসএফ জানিয়েছে, তারা প্রেসিডেন্টের প্রাসাদ, সেনাপ্রধানের বাসভবন, খার্তুম আন্তর্জাতিক বিমান বন্দরসহ উত্তরাঞ্চলীয় মেরোওয়ে ও পশ্চিমে এল-ওবেইদের বিমানবন্দর নিয়ন্ত্রণ নিয়েছে। অন্যদিকে, সেনাবাহিনী বলছে, তারা পাল্টা অভিযান শুরু করেছে।
এসব দাবির সত্যতা যাচাই করতে পারেনি আলজাজিরা, বিবিসি, রয়টার্সসহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। মাঠপর্যায়ে পরিস্থিতি এখনও বেশ ঘোলাটে।
তবে সুদান সেনাবাহিনীর এক বিবৃতির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সুদানের বিমানবাহিনী আরএসএফ-এর মোকাবিলায় অভিযান চালাচ্ছে। তারা আরএসএফ-এর কিছু ঘাঁটিও দখলে নিয়েছে।
সুদান অর্থনৈতিক বিপর্যয়ের মধ্যে রয়েছে। এরমধ্যেই সেনাবাহিনীর সাথে আধাসামরিক বাহিনীর এই সংঘাত দেশটির অর্থনীতিকে সমূলে ধবংস করতে পারে, ঠেলে দিতে পারে ভয়াবহ গোত্রীয় সংঘাতের পথে। এই সংঘাত নির্বাচন অনুষ্ঠানের প্রচেষ্টাকেও পথচ্যুত করবে।