পুনর্নিবাচনের ঘোষণা বাইডেনের, বললেন -জাতির আত্মার জন্য লড়াই এখনও শেষ হয়নি
যুক্তরাষ্ট্রের আগামী জাতীয় নির্বাচনে প্রেসিডেন্ট পদে আবারো প্রার্থী হবেন জো বাইডেন। আজ মঙ্গলবার (২৫ এপ্রিল) বর্তমান মার্কিন প্রেসিডেন্ট এই ঘোষণা দেন। খবর সিএনএনের
ফলে আরো চার বছর হোয়াইট হাউসে অবস্থানের লড়াইয়ে আনুষ্ঠানিকভাবে নাম লেখালেন তিনি। বয়সের ভার তার বিচারবুদ্ধি ও শাসনের যোগ্যতাকে ক্ষুণ্ণ করেনি – এর মাধ্যমে সেটাও যেন বোঝাতে চেয়েছেন মার্কিন জনতাকে।
মঙ্গলবার (যুক্তরাষ্ট্র সময়) দিনের শুরুতেই বাইডেনের একটি ভিডিও প্রকাশ করা হয়। সেখানে বর্তমান প্রেসিডেন্ট বলেন, আগামী নির্বাচনে তিনি রিপাবলিকান দলের উগ্রবাদের বিরুদ্ধে লড়বেন। গত নির্বাচনের সময়, জাতীয় চরিত্র পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার যে অঙ্গীকার তিনি করেছিলেন – সেই প্রতিশ্রুতি পালনে তাকে আরো একবার হোয়াইট হাউসে থাকতে হবে – ভোটারদের উদ্দেশ্যে বলেন বাইডেন।
'চার বছর আগে আমি যখন প্রেসিডেন্ট পদে নির্বাচন করেছিলাম, তখন বলেছিলাম আমরা যুক্তরাষ্ট্রের আত্মার জন্য লড়ছি। এখনও সেই লড়াই চলছে' আরো বলেন বাইডেন।
২০২১ সালের ৬ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের সামনে গর্ভপাতের পক্ষের অধিকার কর্মীরা বিক্ষোভ করেন। একইদিন সেখানে বিক্ষোভ করে সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট ও বাইডেনের পূর্বসূরি ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের একটি গোষ্ঠী। বাইডেনের পুনর্নিবাচনের ভিডিও শুরু হয়- এ দুই দলের মুখোমুখি অবস্থানের কিছু ছবি তুলে ধরার মাধ্যমে।
ভিডিওতে নেপথ্য কন্ঠে বাইডেনকে বলতে শোনা যায়, 'সামনের বছরগুলোয় আমাদের আরো স্বাধীনতা থাকবে নাকি কম থাকবে – সেটাই হচ্ছে মূল প্রশ্ন। অধিকার বেশি হবে না কম (সিদ্ধান্ত নিন)। আমি জানি কোন উত্তরটা আমি শুনতে চাই, আর এটাও জানি সেটা আপনারও জানা আছে। এখন আত্মতুষ্ট হওয়ার সময় নয়। তাই আমি আরো একবার (প্রেসিডেন্ট পদে) পুনর্নিবাচিত হতে লড়ব'।
দীর্ঘদিন ধরে বাইডেন প্রেসিডেন্ট পদে পুনর্নিবাচন করবেন কিনা- তা নিয়ে ছিল অনিশ্চিয়তা, যার অবসান করে এই ঘোষণা।
ভিডিও বার্তার মাধ্যমে আরো একবার প্রেসিডেন্ট পদে প্রার্থী হবেন কিনা – সে বিষয়ে দীর্ঘদিন ধরে যে সন্দেহ ছিল তার অবসান ঘটালেন বাইডেন। ২০২০ সালের মতো আগামী নির্বাচনেও ডোনাল্ড ট্রাম্পে বিরুদ্ধেই বাইডেনকে আবারো লড়তে হবে এমন সম্ভাবনাও আছে।
নির্বাচনী লড়াইয়ে বাইডেনের পাথেয় তার আইনি অর্জনগুলো। তবে একইসঙ্গে তার প্রতি জনসমর্থনও কমে এসেছে।
৮০ বছরের বাইডেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রবীণতম রাষ্ট্রপতি। বয়সের ভারে রাষ্ট্রের সর্বোচ্চ পদে তার দায়িত্বপালনের যোগ্যতা নিয়েও প্রশ্ন উঠেছে বিভিন্ন সময়ে। সব সময় কাজের মাধ্যমেই এই সংশয়ের জবাব দিচ্ছেন বাইডেন। আরো একবার নির্বাচন করার ঘোষণা দিয়েও একই বার্তা দিলেন।