‘অমর্ত্য সেনের বাড়ি ভাঙার উদ্যোগ নিলে ওখানেই বসে যাবো’, বললেন মমতা
বিশ্বভারতী যদি নোবেল বিজয়ী অমর্ত্য সেনের বাড়ি ভেঙে দেওয়ার উদ্যোগ নেয়, তাহলে বাড়ির সামনেই বসে যাবেন বলে জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
তিনি বলেন, "রোজই অমর্ত্য সেনের উপর আক্রমণ নেমে আসছে। আমি ওদের ক্ষমতার দম্ভ প্রতিদিনই দেখছি। যদি ওরা অমর্ত্য সেনের বাড়ি ভেঙে ফেলতে চায় তাহলে আমি সেখানে বসে যাব।"
"আমি দেখতে চাই কারা বেশি শক্তিশালী; বুলডোজার নাকি মানুষের শক্তি," বলেন তিনি।
গত সপ্তাহে বিশ্বভারতী একটি উচ্ছেদের নোটিশ প্রকাশ করে। সেখানে বলা হয়, তারা আগামী ৬ মে ১.৩৮ একর জমির মধ্যে ১৩ ডেসিম্যাল জমি অধিগ্রহণ করবে।
শান্তিনিকেতনে অমর্ত্য সেনের ভিটেতে রয়েছে এই জমি।
অমর্ত্য সেনের এ জমিকে কেন্দ্র করে বেশ বিতর্ক চলছে কিছুদিন ধরেই।
গত ৩০ জানুয়ারি মমতা প্রতীচীতে অমর্ত্য সেনের সঙ্গে দেখা করেন। এরপর রাজ্য ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের নথি তিনি তুলে দেন তার হাতে।
এদিকে ২০২২ সাল থেকেই উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী বলে আসছেন, অমর্ত্য সেনের বাবা আশুতোষ সেন কেবলমাত্র ১.২৫ একর জমি ৯৯ বছরের লিজে নিয়েছিলেন। ১৩ শতক জমি বিশ্বভারতীকে ফিরিয়ে দিতে হবে।
বিশ্বভারতীও নিজেদের অবস্থানে অনড়। তাদের দাবি, অতিরিক্ত জমি দখল করে রেখেছেন অমর্ত্য সেন।
এর আগেও এ বিষয়ে চিঠি পাঠিয়েছিল বিশ্বভারতী। ১৩ শতক জমি ফেরত দেওয়ার কথা বলা হয়েছিল।
এরপরই মুখ্যমন্ত্রী প্রশাসন, ভূমি দপ্তরের কর্মকর্তাদের নিয়ে অমর্ত্য সেনের বাড়িতে যান। তাকে আশ্বস্ত করার পাশাপাশি, তার জন্য বিশেষ নিরাপত্তারও ব্যবস্থা করা হয়েছিল।