টোকিও কলেজে ভিজিটিং প্রফেসর হিসেবে যোগ দিলেন জ্যাক মা
ইউনিভার্সিটি অব টোকিওর অধীনে টোকিও কলেজে ভিজিটিং প্রফেসর হিসেবে যোগ দিয়েছেন আলিবাবা গ্রুপ হোল্ডিং লিমিটেডের সহ-প্রতিষ্ঠাতা জ্যাক মা। খবর ব্লুমবার্গের।
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে বলে উল্লেখ করা হয় ওই প্রতিবেদনে।
১ মে থেকে শুরু করে সামনের অক্টোবর পর্যন্ত টোকিও কলেজের ভিজিটিং অধ্যাপক হিসেবে থাকবেন জ্যাক মা। তবে এ চুক্তিটি বার্ষিক ভিত্তিতে নবায়নযোগ্য বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়।
তিনি মূলত গবেষণার বিষয়ে পরামর্শ দেবেন, গবেষণা পরিচালনাও করবেন। বিশেষ করে টেকসই কৃষি ও খাদ্য উৎপাদন নিয়ে লেকচার দিবেন জ্যাক মা। এছাড়া, উদ্যোক্তা এবং উদ্ভাবন সম্পর্কেও সেমিনার করবেন তিনি।
তবে, জ্যাক মা কী ধরনের বক্তৃতা বা সেমিনার করবেন তা নিয়ে টোকিও স্কুল বিস্তারিত জানায়নি।
একসময় চীনের উদ্যোক্তাদের মধ্যে শীর্ষ অবস্থানে থাকা জ্যাক মা বেশ কিছুদিন ধরেই জনসমক্ষ থেকে দূরে আছেন। তবে তাকে সম্প্রতি নেদারল্যান্ডস, স্পেন, অস্ট্রেলিয়া, থাইল্যান্ড ও জাপানে দেখা গেছে।
ব্লুমবার্গ নিউজের প্রতিবেদন থেকে জানা গেছে, চীনা কর্তৃপক্ষ জ্যাক মা-কে তার মূল ভূখণ্ড চীনে ফিরিয়ে আনতে চেষ্টা করলেও, তিনি বিদেশে থাকারই সিদ্ধান্ত নিয়েছেন। জ্যাক মা জানিয়েছেন, তিনি কৃষিবিষয়ক প্রযুক্তি নিয়ে গবেষণায় মনোনিবেশ করার জন্য তার কোম্পানিগুলো থেকে দূরে আছেন।
এদিকে, চলতি বছরের মার্চে জ্যাক মা হাংঝৌ শহরের একটি স্কুল পরিদর্শন করেন। সেখানে তিনি চ্যাটজিপিটি সহ বেশকিছু বিষয়ে আলোচনা করেন। আলোচনাকালে জ্যাক মা আগের মতো আবারও শিক্ষকতা শুরু করার আশাব্যক্ত করেন।
এরপর এপ্রিলে তিনি হংকং বিশ্ববিদ্যালয়ের একজন 'সম্মানিত অধ্যাপক' হিসেবে একটি পদ গ্রহণ করেন। তবে সেই পদে থাকলে শিক্ষার্থীদের সামনে লেকচার দেওয়া বা জনসমক্ষে বক্তৃতা দেওয়া যাবে, এমন কোনোকিছুর উল্লেখ নেই।
অন্যদিকে, জাপানের সাথে জ্যাক মা-র দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। সফটব্যাংক গ্রুপ কর্পের প্রতিষ্ঠাতা মাসায়োশি সন আরও দুই দশক আগে থেকেই আলিবাবাকে সমর্থন জানিয়ে আসছেন।