মদের নেশায় চাকরি হারাচ্ছেন আসামের ৩০০ পুলিশ কর্মকর্তা
অতিরিক্ত মদ্যপানের কারণে পুলিশের কাজ করার মতো শারীরিক অবস্থা না থাকায় আসামের ৩০০ পুলিশ কর্মকর্তাকে চাকরি ছাড়তে বলা হয়েছে।
ভারতের আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, অতিরিক্ত মদ্যপান তাদের স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলেছে; তাই তাদেরকে তাড়াতাড়ি অবসর নিতে বলা হচ্ছে। খবর বিবিসির।
এর আগে, ভারতীয় পুলিশ বাহিনী থেকে অযোগ্য লোকদের অপসারণের ঘোষণা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব।
টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ডিউটিতে থাকাকালীন অবস্থায় মদপানে মাতাল হওয়ার কারণে আসামের বেশ কয়েকজন কর্মকর্তাকে আগেও বরখাস্ত করা হয়েছে।
অন্যান্য রাজ্যেও অনুরূপ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে জানান মূখ্যমন্ত্রী।
তিনি বলেন, "এটি পুরানো নিয়ম, কিন্তু আগে আমরা এটি প্রয়োগ করিনি।"
বৃহস্পতিবার, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব বলেন, 'স্থূলকায়' অফিসার এবং যাদের বিরুদ্ধে দুর্নীতির মামলা ঝুলছে তাদেরকেও স্বেচ্ছায় অবসরে যেতে বলা উচিত।
এছাড়া, পুলিশ বাহিনীর সদস্যরা যেন কাজের জন্য শারীরিকভাবে ফিট থাকেন তা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে তদারকি করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব।