পর্যটকদের জন্য ‘শেনজেন স্টাইলে ভিসা’ চালু করবে আরব আমিরাত, সৌদি আরব
একই ভিসার অধীনে সদস্য সব দেশে যাতে পর্যটকরা ভ্রমণ করতে পারে সে লক্ষ্যে 'শেনজেন এর মতো' একক ভিসা চালুর বিষয়ে আলোচনা করছে গালফ কো-অপারেশন কাউন্সিল (জিসিসি)-ভুক্ত দেশগুলো। এরাবিয়ান বিজনেস এর অঙ্গপ্রতিষ্ঠান হটলিয়ার মিডল ইস্টের এক প্রতিবেদনে একথা জানানো হয়েছে। খবর এরাবিয়ান বিজনেসের।
পর্যটন ও ভ্রমণ বিষয়ক বার্ষিক আয়োজন 'এরাবিয়ান ট্রাভেল মার্কেট' - এ যৌথভাবে এই ঘোষণা দিয়েছেন বাহরাইনের পর্যটনমন্ত্রী ফাতিমা আল সাইরাফি, সংযুক্ত আরব আমিরাত সরকারের আন্ডার-সেক্রেটারি আব্দুল্লাহ আল সালেহ এবং সৌদি পর্যটন কর্তৃপক্ষের প্রধান নির্বাহী ফাহাদ হামিদাদ্দিন।
বাহরাইনের পর্যটনমন্ত্রী ফাতিমা আল সাইরাফি বলেন, 'আমাদের আছে বিপুল সম্ভাবনা। তাই জিসিসি-ভুক্ত সব দেশকে একীভূত করা যায় সে প্রচেষ্টা চলছে। ২০২২ সালে আমরা ৯৯ লাখ পর্যটক পেয়েছি। কীভাবে এটা সম্ভব হলো? কারণ, ওই বছর একটি বড় উদ্যোগ নেওয়া হয়, আমরা বাহরাইনকে জিসিসি'র সাথে ঐক্যবদ্ধ একটি গন্তব্য হিসেবে তুলে ধরি'।
পর্যটন আকৃষ্ট করতে জিসিসি-ভুক্ত সব দেশ ঐক্যবদ্ধ প্রচেষ্টা নিলে 'অভাবনীয়' সাফল্য আসবে বলেও মন্তব্য করেন তিনি।
গত বছরে আরব বিশ্বে প্রথমবারের মতো বিশ্বকাপ ফুটবলের আয়োজন করে কাতার। এই আয়োজনকে উপসাগরীয় দেশগুলোর মধ্যে আন্তঃসীমান্ত সহযোগিতার একটি সফল উদাহরণ হিসেবে দেখা হচ্ছে। যেমন বিশ্বকাপ চলাকালীন হায়া কার্ডধারীদের ৬০ দিনের ভিসা দেয় সৌদি আরব।
বিশ্বকাপের সাফল্যের সূত্র ধরেই একটি স্থায়ী ভ্রমণ নীতির বিষয়ে আলোচনা শুরু হয়েছে, যার মাধ্যমে পর্যটকরা বিনা বাধায় উপসাগরীয় দেশগুলোয় যাতায়াত করতে পারেন।
সৌদি পর্যটন কর্তৃপক্ষের প্রধান নির্বাহী ফাহাদ হামিদাদ্দিন বলেন, জিসিসি-ভুক্ত দেশ - সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার, কুয়েত ও বাহরাইন পৃথক গতিতে ভিসা কার্যক্রম নিয়ন্ত্রণ করে, ফলে ভিসা নীতি প্রণয়ন 'সঙ্গতভাবেই বেশ জটিল'।
তবে পারস্পরিক সহযোগিতাই এক্ষেত্রে পরিবর্তনের দিকপাল হবে উল্লেখ করে তিনি বলেন, প্রতিটি জিসিসি-ভুক্ত দেশের সফলতা অন্য দেশগুলোর সহায়ক হবে।
এসব বিষয়ে আলোচনা চলমান থাকার কথা উল্লেখ করেন বাহরাইনের পর্যটনমন্ত্রী আল সাইরাফি বলেন, উপসাগরীয় অঞ্চলে শেনজেন এর মতোন ভিসা চালু করা থেকে বিশাল সুবিধা পাওয়া যাবে এটা সবাই উপলদ্ধি করছে।
তিনি বলেন, উপসাগরীয় অঞ্চলে সহজে ভ্রমণের সুবিধা থাকলে পর্যটকরা একাধিক দেশে ভ্রমণে উৎসাহী হবেন।