সমুদ্রের তলদেশ থেকে উদ্ধার করা হলো টাইটানের ধ্বংসাবশেষ
টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে গত ১৮ জুন গভীর আটলান্টিক মহাসাগরে নিখোঁজ হয় ডুবোযান 'টাইটান'।
এর ১০ দিন পর বুধবার (২৮ জুন) সমুদ্রের তলদেশ থেকে টাইটানের ধ্বংসাবশেষ উদ্ধার করে আনা হয়েছে। খবর বিবিসির।
কানাডার সেন্ট জনসে হোরাইজন আর্কটিক শিপ থেকে টাইটানের ধাতব ধ্বংসাবশেষ আনলোডের ছবি প্রকাশিত হয়েছে গতকাল।
মার্কিন কোস্ট গার্ডের কর্মকর্তারা জানিয়েছেন, ধ্বংসাবশেষের মধ্যে ডুবোযানটির ল্যান্ডিং ফ্রেম এবং রিয়ার কভারও মিলেছে।
সাবমার্সিবলের গাঠনিক কাঠামোর মধ্যে অন্তত একটি টাইটেনিয়াম এন্ড ক্যাপ, একটি টাইটেনিয়াম রিং এবং একটি কার্বন ফাইবার সিলিন্ডার অন্তর্ভুক্ত ছিল।
বিবিসির বিজ্ঞান বিষয়ক সংবাদদাতা জোনাথন আমোস জানিয়েছেন, বুধবার তীরে ওঠানো ধ্বংসাবশেষের মধ্যে অন্তত একটি টাইটেনিয়াম এন্ড ক্যাপ, ডুবোযানটির পোর্টহোল, টাইটেনিয়াম রিং, ল্যান্ডিং ফ্রেম ইত্যাদি রয়েছে। তবে পোর্টহোলটির জানালাটা পাওয়া যায়নি।
মার্কিন কোস্ট গার্ডের সর্বশেষ আপডেট অনুসারে, টাইটানিকের কাছেই একটি বড় ধ্বংসাবশেষ ক্ষেত্রের নিচে বিধ্বস্ত ডুবোযানের পাঁচটি বড় টুকরোর সন্ধান মিলেছে।
সংস্থাটি সমুদ্রে টাইটান ডুবোযানের বিপর্যয়ের কারণ অনুসন্ধানে একটি তদন্ত শুরু করেছে, যা এখন প্রাথমিক পর্যায়ে রয়েছে।
কর্মকর্তারা বলছেন, তারা বিস্ফোরণের কারণ অনুসন্ধানের চেষ্টা করবেন এবং ভবিষ্যতে যেন এরকম বিপর্যয় রোধ করা যায় সেজন্য সুপারিশ করবেন।
গত ১৮ জুন আটলান্টিক মহাসাগরে নিখোঁজ হয় সাবমারসিবল 'টাইটান'। সমুদ্রে ডুব দেওয়ার এক ঘণ্টা ৪৫ মিনিট পরেই মূল জাহাজের সঙ্গে টাইটান-এর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
এটি পরিচালনা করছিলেন নির্মাণকারী প্রতিষ্ঠান ওশানগেটের প্রধান নির্বাহী স্টকটন রাশ। তিনি ছাড়াও ২২ ফুট লম্বা টাইটান-এর যাত্রীদের মধ্যে ছিলেন ৫৮ বছর বয়সী ব্রিটিশ বিলিয়নিয়ার হ্যামিশ হার্ডিং, পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ ব্যবসায়ী শাহজাদা দাউদ (৪৮) এবং তার ১৯ বছর বয়সী ছেলে সুলেমান, ফরাসি ওশেনোগ্রাফার ও টাইটানিক বিশেষজ্ঞ পল-অঁরি নারজিওলে (৭৭)।
মার্কিন কোস্ট গার্ড তাদের অনুমানে জানায়, 'সাবমার্সিবলের দেহকাঠামোতে 'ক্যাটাস্ট্রফিক ইমপ্লোশন' বা 'ভয়াবহ ধরনের অন্তর্মুখী সংকোচনের' কারণে তাদের মৃত্যু হতে পারে।
এই অভিযানের আগেই বিভিন্ন সময় ওশানগেটের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন ওঠে। প্রতিষ্ঠানটির সাবেক কর্মীরাই টাইটান সাবমার্সিবল নিয়ে তাদের উদ্বেগ প্রকাশ করেছিলেন।
বিবিসি এক ইমেইলে দেখতে পায়, ওশানগেট-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী প্রয়াত স্টকটন রাশ একজন বিশেষজ্ঞের নিরাপত্তা উদ্বেগকে প্রত্যাখ্যান করে বলেছিলেন, "উদ্ভাবন বন্ধের জন্য সুরক্ষা বিষয়ক যুক্তিকে ঢাল হিসেবে ব্যবহার করা 'ইন্ডাস্ট্রি প্লেয়ার'দের বাধায় ক্লান্ত তিনি।"
গত সপ্তাহে এক বিবৃতিতে ওশানগেট বলে, "আমাদের কর্মীরা এখন অত্যন্ত দুঃখভারাক্রান্ত সময়ের মধ্য দিয়ে যাচ্ছে; যে ক্ষতি হয়ে গেছে তাতে তারা গভীরভাবে শোকাহত।"